ইরানের হুঁশিয়ারির পাল্টা প্রত্যাঘাত ইজরায়েলের, কী বললেন নেতানিয়াহু বেঞ্জামিন?

Published : Jan 20, 2026, 12:44 PM IST

Benjamin Netanyahu On Iran: অব্যাহত ইরান-ইজরায়ের সঙ্ঘাত। ইরানের হুমকির পর এবার পাল্টা ইরানকে তোপ দাগল ইজরায়েল। কী বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ইরানকে পাল্টা হুমকি ইজরায়েলের

কোনওরকম হামলা হলেই তার পাল্টা প্রত্যুত্তর পাবে ইরান। এবার পাল্টা ইরানকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানা গিয়েছে, রবিবারই কোনও দেশের নাম না করে তেহরানের ‘শত্রুদের’ সাবধান করে দেয় ইরান। বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়োতোল্লা আলি খামেনেইয়ের উপরে যে কোনও ধরনের আক্রমণ মানে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তার পরেই পাল্টা দিলেন নেতানিয়াহুও। 

25
খামেনেই-এর বিরুদ্ধে বিক্ষোভ

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হয়েছে খামেনেই-এর বিরুদ্ধে বিক্ষোভ। তেহরান সংঘর্ষে উত্তপ্ত ইরান। যা নিয়ে ইরানের সর্বোচ্চ শাসকের দাবি-ইরানে গণবিক্ষোভের পিছনে ইজরায়েল-আমেরিকার হাত রয়েছে। যা নিয়ে দুই দেশকে অতি সম্প্রতি হুঁশিয়ারিও দিয়েছে ইরান। আর এবার ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

35
ইরান-ইজরায়েল সংঘাত

ইরানের শাসকবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী সাধারণ জনতার ‘সাহসিকতা’-রও প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলেন, ‘’যদি ইরান ভুল করেও আমাদের উপর হামলা করে, তবে আমরা এমন শক্তি দিয়ে তাদের জবাব দেব যা তারা আগে কখনও দেখেনি।'' 

45
ইরানের প্রেসিডেন্টের বার্তা

এদিকে রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘’তাদের দেশের অর্থনৈতিক দুর্দশার নেপথ্যে রয়েছে আমেরিকা ও তার বন্ধু দেশগুলির শত্রুতা ও ‘অমানবিক’ নিষেধাজ্ঞা।'' তিনি বলেন, ‘’দেশের সর্বোচ্চ নেতার প্রতি যে কোনও অবমাননা আসলে সমগ্র জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের সমান।'' 

55
ইরানের ওপর হামলায় ইজরায়েলের মদতের অভিযোগ

অভিযোগ, ইরানের গণবিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জুগিয়েছেন ট্রাম্প। বিক্ষোভকারীদের জন্য সাহায্য পাঠানোরও বার্তা দেন তিনি। ইরানের শাসক বদলের প্রয়োজনীয়তা নিয়েও সম্প্রতি মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। এই সবের মধ্যেই ইরানের আশঙ্কা, হামলা হতে পারে তাদের উপরে। এই আশঙ্কার কারণও রয়েছে। গত বছর ইরান-ইজ়রায়েল সংঘর্ষের সময়ে নেতানিয়াহুদের পাশে দাঁড়িয়েছিলেন ট্রাম্প। মার্কিন বোমারু বিমান হামলাও চালিয়েছিল ইরানের পরমাণুকেন্দ্রগুলিতে।

Read more Photos on
click me!

Recommended Stories