অন্তর্বাস পরে পোশাকবিধির প্রতিবাদ জানিয়েছিলেন! গ্রেফতারের পর উধাও ইরানের তরুণী, বিশ্ব জুড়ে উদ্বেগ

ইরানের চলছে কড়া পোশাকবিধি। 

ইরানের চলছে কড়া পোশাকবিধি। তারই প্রতিবাদ জানিয়ে অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন এক তরুণী।

আর এরপরেই পুলিশ তুলে নিয়ে যায় তাঁকে। কিন্তু তারপর থেকে তিনি কোথায় রয়েছেন, তা এখনও অজানা। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা যাচ্ছে, তাঁকে গ্রেফতার করা হয়েছে। তেহরানের ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয়ের পড়েন ওই তরুণী। যদিও তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি।

Latest Videos

শনিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। যদিও তার সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। সেই ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্তর্বাস পরে হাঁটছেন তিনি। এরপরেই বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি জায়গায় গিয়ে বসে পড়েন সেই তরুণী।

কার্যত, বিশ্ববিদ্যালয় চত্বরে একাই ‘নীরব প্রতিবাদ’জারি রেখেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ওই তরুণীকে আটক করে নিয়ে যান। এরপর থেকে আর কোনও খবর পাওয়া যাচ্ছিল না তাঁর। পরে অবশ্য জানা গেছে, তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশ তাঁকে কোথায় নিয়ে গেছে এবং গ্রেফতারির পর কোথায় রাখা হয়েছে সেই তরুণীকে, সেইসব কিছুই স্পষ্ট নয়।

যা নিয়ে বিশ্ববাসীর মনে আবারও নানারকম উদ্বেগ সঞ্চারিত হচ্ছে। আবারও মনে পড়ে যাচ্ছে ইরানের সেই মাহসা আমিনির কথা। গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে, হিজাব না পরে রাস্তায় বেড়িয়েছিলেন ইরানের তরুণী মাহসা আমিনি।

আর সেই অপরাধে তাঁকে তুলে নিয়ে গেছিল পুলিশ এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু তার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ইরানি পুলিশের হেফাজতে মৃত্যু হয় তাঁর। আর সেই ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। মাহসার রহস্যমৃত্যুর সবে ২ বছর পেরিয়েছে। এরই মধ্যে ফের তেহরানের ঘটনার পর ইরানে নারী স্বাধীনতা নিয়ে আবারও বিশ্ব জুড়ে ধ্বনিত হতে শুরু করে দিয়েছে প্রতিবাদের স্বর।

এমনিতে ইরানে মহিলাদের জন্য কড়া পোশাকবিধি রয়েছে। সেই দেশে মহিলাদের আবশ্যিক ভাবে মাথা ঢেকে রাখতে হয় হিজাব দিয়ে। রাস্তায় বেরোলে সবসময় ঢিলেঢালা পোশাক পরার নিয়ম। ইরানের প্রাক্তন ধর্মগুরু আয়াতোল্লা খোমেইনির পর বর্তমান ধর্মগুরু আলি খামেনেইও এই ফতোয়া জারি রেখেছেন। আর তা ভাঙলেই কড়া শাস্তির বিধানও রয়েছে সেই দেশে।

যদিও এই হেনস্থার অভিযোগের কোনও প্রতিক্রিয়া মেলেনি ইরান প্রশাসনের তরফ থেকে। তবে ইরানের কিছু সংবাদমাধ্যম দাবি করছে, ওই তরুণী পোশাকবিধি না মেনেই ক্লাসে গেছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে পোশাকবিধি মেনে চলার জন্য সতর্কও করেন। এরপরেই ওই ছাত্রী পোশাক খুলে ফেলেন। শনিবারের ওই ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar