দেশব্যাপী গণবিক্ষোভের প্রতিক্রিয়ায়, ইরান সরকার ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তার প্রধান কারণ হল, জনগণের জমায়েত এবং খবর প্রচারকে কার্যত, রোধ করা।
25
স্টারলিংক আসলে এক নতুন আশা
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ইলন মাস্কের স্টারলিংক এবার ইরানে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে বলে খবর। স্যাটেলাইটের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে।
35
সরকারের নিয়ন্ত্রণ
ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট আদতে একটি সরকারি কৌশল। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট দিয়ে এই ডিজিটাল অবরোধকে ভেঙে দিয়েছে, যা জনগণকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করতে সাহায্য করেছে।
স্টারলিংক ইরানিদের জন্য এই মুহূর্তে জীবনরেখা। যা খবর এবং ভিডিও গোটা বিশ্বের কাছে পাঠাতে সাহায্য করে। তবে ধীর সংযোগ এবং সরকারি জ্যামার ব্যবহারের মতো কিছু চ্যালেঞ্জও রয়েছে।
55
ব্যবহারে ঝুঁকি?
ইরানে স্টারলিংক ব্যবহার অবৈধ এবং বিপজ্জনক। যার জন্য কঠোর শাস্তিরও বিধান রয়েছে। কিন্তু স্টারলিংক বিশ্বজুড়ে এই দমন-পীড়নের নিন্দা করে ইন্টারনেট পুনরুদ্ধারের দাবি জানিয়েছে ইতিমধ্যেই।