
ডোনাল্ড ট্রাম্পকে এবার সরাসরি হুঁশিয়ারি দিল ইরান। ইরাষ্ট্রের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়েছে। সেই সময়ই বলা হয়েছে, 'এবার আর বুলেট লক্ষ্য়ভ্রষ্ট হবে না।' সম্প্রতি ইরানের নাগরিকদের বিক্ষোভের পাশে দাঁড়িয়ে ইরান সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তারপরই মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারি দিল ইরান।
ইরানের সরকারি টেলিভিশনে একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সাম্প্রতিক অস্থিরতায় নিহত ইরানি নিরাপত্তা কর্মীদের স্মরণে এক অনুষ্ঠানে এক শোকাহত ব্যক্তি ট্রাম্পের ছবি দেওয়া একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে যে ছবি রয়েছে তাতে স্পষ্ট ২০২৪ সালে নির্বাচনী প্রচারে পেনসিলভানিয়ার াটলারে একটি প্রচার সমাবেশে উপস্থিত হয়েছিল ট্রাম্প। সেখানেই তাঁরে লক্ষ্য করে গুলি চালান হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প। সেই ছবির নিচে ফরাসিতে লেখা রয়েছে, 'এবার এটি লক্ষ্যভ্রষ্ট হবে না'
যদিও এই ভিডির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সরকারি বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন চালালে মার্কিন যুক্তরাষ্ট্র চোখ বন্ধ করে বসে থাকবে না। ইরানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। প্রয়োজনে সামরিক ব্যবস্থাও নেবে। এমনটাই হুঁশিয়ারি বারবার দিয়েছেন ট্রাম্প। তারপরই পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। যদিও এটা এখনও পর্যন্ত ট্রাম্পকে দেওয়া সবথেকে বড় হুঁশিয়ারিগুলির মধ্যে একটি।
ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে যে ফুটেজ সম্প্রচারিত হয়েছে সেখানে দাবি করা হয়েছে এই বিক্ষোভের কারণে ১০০ জনেরও বেশি নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। সরকার নিহতদের শহিদের মর্যাদা দিয়েছে। তেহরানে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সেখানেও আমেরিকার বিরুদ্ধে পোস্টার আর প্ল্যাকার্ড নিয়ে নিহত নিরাপত্তারক্ষীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেখানে থমাস ক্রুকস নামে এর বন্দুকধারী ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। তিনি মূলত ট্রাম্পের কান লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। বেঁচে যান ট্রাম্প।