Israel-Hamas conflict: 'আমরা পরমাণু শক্তিধর, ইজরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেব', হুমকি পাকিস্তান সাংসদের

Published : Oct 17, 2023, 01:31 PM ISTUpdated : Oct 17, 2023, 03:12 PM IST
 pakistan threatened israel

সংক্ষিপ্ত

সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও-এ পাকিস্তানের এক মহিলা আইনজীবী পাকিস্তানের পারমানবিক ক্ষমতা সম্পর্কে জোড়ালো বার্তা দিয়েছেন।

ইজরায়েল-হামাস দ্বন্দ্বে এবার ইজরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার 'হুমকি' পাকিস্তানি আইনপ্রনেতার। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও-এ পাকিস্তানের এক মহিলা আইনজীবী পাকিস্তানের পারমানবিক ক্ষমতা সম্পর্কে জোড়ালো বার্তা দিয়েছেন। পাশাপাশি মুসলমান জাতিকে রক্ষা করার জন্য তার প্রতিশ্রুতিওর কথাও বলেছেন তিনি। X-এ (পূর্বতন টুইটার)-এ ভাইরাল একটি ভিডিও-তে (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা) এক পাকিস্তানি আইনপ্রনেতা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্যালেস্টাইনে চলমান নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইজরায়েলকে কঠোর সতর্কবার্তা পাঠানোর আহ্বান জানিয়েছেন।

ভিডিওতে মহিলার দেওয়া বিবৃতি তিনি বলেছেন,'পাকিস্তান একটি পারমাণবিক শক্তির কেন্দ্র। এই পরমাণু বোমাগুলো দেখানোর জন্য রাখা হয়নি, বরং মুসলমান ও পাকিস্তানকে রক্ষা করার জন্য রাখা হয়েছে। আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি ফিলিস্তিনের ওপর নৃশংসতা বন্ধ করতে ইজরাইলকে সতর্ক করার জন্য, অন্যথায় আমরা ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেব।'

 

 

অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ক্যাপ্টেন সফদার দেশের জনগণকে জিহাদের জন্য প্রস্তুত হতে এবং প্যালেস্টাইনের মুসলমানদের সমর্থন করার জন্য এই ভিডিওটি ভাইরাল করার জন্য আহ্বান জানিয়েছেন। পেশোয়ারে প্যালেস্টাইনপন্থী সমাবেশে বক্তৃতায় সফদার সতর্ক করে দিয়েছিলেন, 'পাকিস্তানের পরমাণু বোমা শুধু এই দেশের জন্য নয়, সমস্ত মুসলমানদের জন্য।' তিনি আরও বলেছিলেন,'আজ, প্যালেস্টাইনের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে... গাজার মুসলমানদের বলুন আমরা আপনাদের পাশে আছি। গাজার মুসলমানরা, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা নির্যাতিত প্যালেস্টাইনবাসীর পাশে আছি।'

PREV
click me!

Recommended Stories

৪০ মিনিট অপেক্ষার পরও দেখা হলো না রুশ প্রেসিডেন্টের সঙ্গে, পুতিনের ওপর চটলেন শাহবাজ শরিফ
LIVE NEWS UPDATE: Messi in Hyderabad - নেই কোনও হুড়োহুড়ি! কলকাতা পারল না, মেসিকে নিয়ে সেরা ইভেন্ট করে দেখাল হায়দ্রাবাদ