Israel-Iran conflict: ইজরায়েলের ২টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করল ইরান? বিরাট আপডেট

Published : Jun 14, 2025, 03:47 PM ISTUpdated : Jun 14, 2025, 04:07 PM IST
Israel-Iran conflict: ইজরায়েলের ২টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করল ইরান? বিরাট আপডেট

সংক্ষিপ্ত

Israel-Iran conflict: গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে যে দুটি লকহিড মার্টিন এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

Israel-Iran conflict: ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে ইজরায়েলের আক্রমণের পর, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা শুরু হয়ে গেছে। তারই মধ্যে ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে যে, ইজরায়েলের দুটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে যে দুটি লকহিড মার্টিন এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একজন মহিলা পাইলটকে আটক করা হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও ইরানের সেনাবাহিনী এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।

অন্যদিকে, ইজরায়েল আবার ইরানি সংবাদমাধ্যমের এই দাবিকে কার্যত অস্বীকার করেছে। আইডিএফ-এর মুখপাত্র এভিকায় আড্রি এই দাবিকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে অভিহিত করেছেন। অপরদিকে, ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি ফোরডোর পারমাণবিক কেন্দ্রের কাছে একটি ইজরায়েলি ড্রোন ধ্বংস করার খবরও প্রকাশ করেছে। শুক্রবার ভোরে, ইজরায়েল, ইরানের একাধিক জায়গায় বিমান হামলা চালায়। 

এই হামলায় মোট ৭৮ জন নিহত হন এবং ৩২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের জাতিসংঘের মুখপাত্র। সেইসঙ্গে, আহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক বলে জানা গেছে।

 

 

ইরানের প্রত্যাঘাত

এরপরেই প্রত্যাঘাত শুরু করে ইরান। শুক্রবার রাতে, ইজরায়েলের উচ্চ-সুরক্ষিত সামরিক এলাকা তেল আভিবের কিরিয়া কম্পাউন্ডে হামলা চালায় ইরান। ঐ এলাকাকে ইজরায়েল দেশের পেন্টাগন বলা হয়ে থাকে। সেই এলাকাতে ইজরায়েলি সামরিক কর্মকর্তাদের বাসভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা ইউনিটও রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত ইজরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরিয়ে তেল আভিবে রীতিমতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হয়েছে ইরান। যা নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ। 

ইরানের লক্ষ্য ছিল ইজরায়েলের সামরিক ঘাঁটিগুলি

শুক্রবার, এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম এবং তেল আভিভে। এই হামলায় এখনও পর্যন্ত, কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ইজ়রায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবার তরফ থেকে জানা গেছে “তেল আভিভে এখনও পর্যন্ত ৫ জন আহত হয়েছেন এবং তাদের প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।”

 

 

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, "ইজ়রায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর একমাত্র লক্ষ্য হল পারমাণবিক এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করা।” এদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ইজ়রায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্রগুলিকে আটকাতে সাহায্য করছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, শুক্রবার আমেরিকার দুজন আধিকারিক বলেছেন, ইজ়রায়েলের দিকে উড়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করতে সাহায্য করছে মার্কিন সেনাবাহিনী।

এবার ইরানি সংবাদমাধ্যম দাবি করল যে, দুটি লকহিড মার্টিন এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একজন মহিলা পাইলটকে আটক করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IND vs SA - জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে