
Israel Iran news: সিংহ কি এবার জেগে উঠল? ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসের প্রধান, মেজর জেনারেল হোসেন সালামি ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন (israel attacks iran)। হামলার সময় তিনি ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসের হেডকোয়ার্টারেই ছিলেন (iran israel)।
এয়ারস্ট্রাইকে নিহত হলেন ইরানের রেভেলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। ইরানের অন্যতম এই শক্তিধর মাথাকেই এবার সরাসরি সরিয়ে ফেলল ইজরায়েল।
ইরানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে, ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসের প্রধান, মেজর জেনারেল হোসেন সালামি ইজরায়েলি হামলায় মারা গিয়েছেন। ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসের হেডকোয়ার্টারেই তিনি উপস্থিত ছিলেন সেই হামলার সময়। ইরানের স্টেট টিভির দাবি, আরও তিন শীর্ষকর্তারও মৃত্যু হয়েছে এই ঘটনায়।
সেই দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পরমাণু হামলার সম্ভাবনা যতক্ষণ না প্রতিহত করা হচ্ছে, ততদিন এই অভিযান চলতে থাকবে। যতদিন প্রয়োজন, ততদিন এই অভিযান চলবে। জানা গেছে, ইরানের এক ডজন পরমাণু এবং মিসাইল কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে ইজরায়েল। এমনকি, তেহরানের উত্তর-পূর্ব অংশে বিস্ফোরণ এবং কালো ধোঁয়াও বেরোতে দেখা গেছে।
সেইসঙ্গে, নাতানজ সাইট, যেখানে ইউরেনিয়ামের ভাণ্ডার রয়েছে, সেখানেও হামলা চালিয়েছে ইজরায়েল। এদিকে ইজরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র দাবি করেছেন, ইরান পরমাণু বোমা বানাচ্ছিল নিজেদের দেশে। তা থেকে ইজরায়েলকে রক্ষা করতেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি তাদের।
কিন্তু একটি বিষয় কার্যত পরিষ্কার যে, ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসের প্রধান, মেজর জেনারেল হোসেন সালামি। ইজরায়েলি এয়ারস্ট্রাইকে নিহত হলেন ইরানের রেভেলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। ইরানের অন্যতম এই শক্তিধর মাথাকেই এবার সরাসরি খতম করল ইজরায়েল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।