Israel Palestine conflict: আবার হামলা চালাবে ইজরায়েল? গাজ়ার পর আরও এক প্যালেস্টাইনের ভূখণ্ড ইজ়রায়েলি বাহিনীর নিশানায়

Published : Jun 07, 2025, 09:45 PM ISTUpdated : Jun 07, 2025, 10:04 PM IST
israel army

সংক্ষিপ্ত

Israel Palestine conflict: ইজ়রায়েলি সেনার নিশানায় আরও এক প্যালেস্টাইনি ভূখণ্ড। গাজ়ার পর এবার পশ্চিম এশিয়ার ওয়েস্ট ব্যাঙ্কেও সামরিক অভিযান শুরু করে দিয়েছে ইজ়রায়েলি বাহিনী। 

Israel Palestine conflict: শরণার্থী শিবিরের বাসিন্দাদের এলাকা থেকে সরে যাওয়ার জন্য তিন ঘণ্টা সময় দিয়েছে ইজ়রায়েলি সেনাবাহিনী। খবর আসছে, ইজ়রায়েলি সেনার নিশানায় আরও এক প্যালেস্টাইনি ভূখণ্ড (israel palestine conflict)। গাজ়ার পর এবার পশ্চিম এশিয়ার ওয়েস্ট ব্যাঙ্কেও সামরিক অভিযান শুরু করে দিয়েছে ইজ়রায়েলি সেনাবাহিনী।

প্রসঙ্গত, প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি জনবসতি সম্প্রসারণের কথা ঘোষণা করেছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, ওয়েস্ট ব্যাঙ্কের তুলকারেম এবং নুর শামস অঞ্চলে শরণার্থী শিবির ভেঙে ফেলার জন্য রীতিমতো উদ্যত হয়ে রয়েছে ইজ়রায়েলি সেনাবাহিনী। 

এই নিয়ে টানা দ্বিতীয় দিন তুলকারেমের শরণার্থী শিবিরের ঘরবাড়িতে ভাঙচুর চালাচ্ছে তারা

‘আলজাজ়িরা’র প্রতিবেদন অনুযায়ী, তুলকারেমের শরণার্থী শিবিরের বাসিন্দাদের মাত্র ৩ ঘণ্টা সময় দিয়েছে ইজ়রায়েলের সেনাবাহিনী। তার মধ্যে নিজেদের জরুরি জিনিসপত্র বাড়ির ভিতর থেকে বের করে নিতে বলা হয়েছে তাদের।

ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডটি আসলে প্যালেস্টাইনপন্থী সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করে থাকে। কিন্তু আবার ঐ অঞ্চলেরই একটি অংশ নিজেদের দখলে রেখে দিয়েছে ইজ়রায়েল। ইজ়রায়েলি প্রশাসন সম্প্রতি ওয়েস্ট ব্যাঙ্কে নতুন করে ২২টি ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। 

এমনকি, ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত অংশে আগে থেকেই যে ইহুদি বসতিগুলি গড়ে উঠেছে, সেগুলিকেও আইনি বৈধতা দেওয়ার কথা জানিয়ে দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। 

সংবাদমাধ্যম ‘আল জাজ়িরা’ জানিয়েছে, শনিবার ভোর থেকে এখনও পর্যন্ত ইজ়রায়েলি সেনার চালানো হত্যালীলায় গাজাতে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে শনিবার, হামাসদের এক বন্দিশালা থেকে ইজ়রায়েলি বন্দি মাতান জাঙ্গাউকেরকে ছাড়িয়ে আনার চেষ্টা শুরু করেছে ইজ়রায়েলি সেনা। 

তা নিয়েও ইজ়রায়েলি বাহিনীকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে হামাস। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ঐ ইজ়রায়েলি বন্দিকে জীবিত ছিনিয়ে নিয়ে যেতে পারবে না ইজ়রায়েলি সেনা।

.আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন