বছরের প্রথম দিনেই নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছে আইডিএফ। ইজরায়েল বাহিনীর কর্নেল গোলানি ভাচ স্বীকার করেছেন যে, ইজরায়েলি সেনার একটি বিরাট ট্যাঙ্কের দ্বারা ইজরায়েলের মানুষে পরিপূর্ণ একটা গোটা বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।
প্যালেস্টাইনে লুকিয়ে থাকা হামাস বাহিনীর হামলার জবাব দিতে গাজায় (Gaza) গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইজরায়েলের সামরিক বাহিনী আইডিএফ (Israel Defense Forces) । তবে গাজায় প্রবেশ করার পর একের পর এক ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনা ঘটে চলেছে, যা যুদ্ধের মুহূর্তে আদতে দুর্বল করে দিচ্ছে ইহুদি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে । আইডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের মধ্যে গোলাগুলি এবং অন্যান্য আক্রমণের দ্বারা অন্তত ৩০ জন ইজরায়েলি সেনা নিহত হয়েছেন।
-
বছরের প্রথম দিনেই নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছে আইডিএফ। রিপোর্ট অনুযায়ী, ১৯ জন ইজরায়েলি সেনা সরাসরি নিজেদের সহযোদ্ধার গুলিতে নিহত হয়েছেন। ৯ জন নিহত হয়েছেন ভুলবশত গুলি বের হয়ে যাওয়ায়। আর ২ জন সেনা নিহত হয়েছেন গুলি প্রতিফলিত হয়ে আঘাত লাগার কারণে।
-
ইজরায়েলের দাবি, প্যালেস্টাইনে হামলা চালানোর পর থেকে ইজরায়েলের মোট ১৭১ জন সেনা মারা গিয়েছেন। সেই হিসেবে মোট নিহত সেনার সঙ্গে ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ মৃত্যুর সংখ্যা তুলনা করলে দেখা যাচ্ছে যে, ইজরায়েলের মোট ১৮ শতাংশ নিহত সেনাই নিজেদের গুলিতে মারা গেছেন।
-
ইজরায়েল বাহিনীর কর্নেল গোলানি ভাচ একটি সাক্ষাত্কারের সময়ে স্বীকার করেছেন যে, ইজরায়েলি সেনার একটি বিরাট ট্যাঙ্কের দ্বারা ইজরায়েলের মানুষে পরিপূর্ণ একটা গোটা বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। তিনি নিজেই স্বীকার করেছেন যে, ১০ শতাংশেরও বেশি ইজরায়েলি সেনা মারা গেছে নিজেদের মধ্যে গোলাগুলি, অর্থাৎ ‘ফ্রেন্ডলি ফায়ার’ করে।