সফল হল স্পেস ডকিং এক্সপেরিমেন্ট, সোশ্যাল মিডিয়া বিশেষ পোস্ট ইসরোর পক্ষ থেকে

১৬ জানুয়ারি অবশেষে ইসরোর দুই স্যাটেলাইট মহাকাশে যুক্ত হল। এই নিয়ে বিশেষ সোশ্যাল মিডিয়া পোস্ট ইসরোর পক্ষ থেকে। 

বহুল প্রত্যাশিত স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্প্যাডেক্সে সাফল্য পেল ইসরো। এর আগে একাধিকবার এই ডকিংয়ের প্রচেষ্টা পিছিয়ে গিয়েছিল। তবে, ১৬ জানুয়ারি অবশেষে ইসরোর দুই স্যাটেলাইট মহাকাশে যুক্ত হল। টাইমস অফ ইন্ডিয়ার তরফে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরোর দুই উপগ্রহ - এসডিএক্স ০১ (চেজার) এবং এসডিএক্স ০২ (টার্গেট) সফল ভাবে যুক্ত হয়েছে মহাকাশে।

একথা সোশ্যাল মিডিয়ায় জানানো হয় ইসরোর পক্ষ থেকে। টুইটে বলা হয়,

Latest Videos

‘ডকিং সফল

মহাকাশযান ডকিং সফলভাবে সম্পন্ন। একটি ঐতিহাসিক মুহূর্তে।

আসুন SpaDex ডকিং প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক:

১৫ মিটার থেকে ৩ মিটার হোল্ড পয়েন্ট পর্যন্ত কৌশল সম্পন্ন হয়েছে। ডকিং নির্ভুলতার সঙ্গে শুরু হয়েছিল, যার ফলে মহাকাশযান সফলভাবে ক্যাপচার করা সম্ভব হয়েছিল। প্রত্যাহার মসৃণভাবে সম্পন্ন হয়েছিল, তারপরে স্থিতিশীতার জন্য কঠোর করা হয়েছিল। ডকিং সফলভাবে সম্পন্ন হয়েছিল।

সফল স্পেস ডকিং অর্জনকারী ভারত চতুর্থ দেশ হয়ে ওঠে। সমগ্র দলকে অভিনন্দন। ভারতে অভিনন্দন।’

শ্রীহরিকোটা থেকে ইসরোর ৯৯তম উৎক্ষেপণটি হয়েছিল গত ২০২৪ সালের ৩০ ডিসেম্বর। সেই অভিযানে পিএসএলভি সি৬০-র মাধ্যমে সফলভাবে দুটি মহাকাশযানকে একটি বৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া হয়েছিল। সেই উৎক্ষেণের ফলে মহাকাশে যেই দুটি স্যাটেলাইচ পৌঁছেছে সেই দুটি ডকিং প্রক্রিয়াই এই অভিযানের মূল লক্ষ্য ছিল।

 

 

 

উল্লেখ্য, প্রাথিক ভাবে এই ডকিং অভিযানে কিছুটা হোঁচট খেতে হয়েছিল ইসরোকে। তবে, এখন সব প্রক্রিয়া মসৃণ ভাবে চলছে বলে দাবি করেছে ইসরো। এর আগে ৭ এবং ৯ জানুয়ারি ইসরোর তরফ থেকে দুবার ডকিংয়ের চেষ্টা চালানো হয়েছিল। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই প্রক্রিয়া পরিত্যাগ করা হয়। এই আবহে আশঙ্কা করা হচ্ছিল, এই অভিযান হয়ত লক্ষ্য পূরণের আগেই ইসরো হাল ছেড়ে দেবে। তবে, ইসরো তা করেনি। আজ তার সাফল্যের খবর প্রকাশ করল সোশ্যাল মিডিয়ায়। ইসরোর পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে জানানো হয় সাফল্যের কথা। জানানো হয় ভারতের জয়ের কথা।

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশ তো মশা, টিকবে না পাকিস্তান! মোদীর এক চালে বিশাল ক্ষমতা বাড়ল নৌসেনার | PM Modi | Indian Navy
দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Bardhaman-এ | Bardhaman News Today
অস্ত্রোপচারের পর কেমন আছে সইফ? | Saif Ali Khan Injured | #shorts | #saifalikhan | #bollywood |
'ফিরহাদ হাকিমের পিএ কালী কোটি কোটি টাকা তোলে' বাঘাযতীনের ফ্লাট ভাঙার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari