TikTok- এ লাইভ স্ট্রিমিং চলাকালীন খুন! জামাইকায় গত ১ বছরে প্রকাশ্যে ৪ জন টিকটকারের খুনের ঘটনা

Published : May 05, 2025, 02:41 PM IST
Murder

সংক্ষিপ্ত

আচমকা পর পর কিছু গুলির শব্দ এবং মাটিতে লুটিয়ে পরে জাবারি জনসন। হাসি থিম যায় হতবাক সহকর্মীর। স্তম্ভিত হয়ে দেখতে থাকে এলাকাবাসী।

২৮ শে এপ্রিল সন্ধ্যে সাড়ে ৬টা। টিকটকে অনুরাগীদের সাথে দুই জনপ্রিয় টিকটকার লাইভ স্ট্রিমিং -এ। জ্যামাইকার জনপ্রিয় টিকটকার জাবারি জনসন (Jabari Johnson), টিকটকে যাকে "বাবা স্কেং" নাম চেনে সকলে এবং তার আরেক সহকর্মী - দুজনে মিলে লাইভে বেশ হাসিঠাট্টার সাথেই বার্তালাপ করছিলেন। আচমকা পর পর কিছু গুলির শব্দ এবং মাটিতে লুটিয়ে পরে জাবারি জনসন। হাসি থিম যায় হতবাক সহকর্মীর। স্তম্ভিত হয়ে দেখতে থাকে এলাকাবাসী।

বিখ্যাত রেগে শিল্পী জাহ ম্যাসনের ছেলে জ্যামাইকার বিখ্যাত টিকটকার জাবারি জনসন আর নেই। সেদিন ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই লাইভ স্ট্রিমিংয়ের ভাইরাল ভিডিওতে টিকটকের মাধ্যমে গোটা নেটপাড়ায় ছড়িয়ে পরে এই খুনের দুর্ঘটনা। ভিডিওতে দেখা যায়, লাইভ স্ট্রিমিং চলাকালীন কালো জামা পড়া এক অচেনা দুষ্কৃতী হঠাৎ এগিয়ে এসে জাবারি জনসনের মাথা লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি চালায়। একটি গুলি লক্ষ্য ভেদ করে, মাথায় লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন টিকটকার। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীর সামনে দিয়ে রীতিমতো হেঁটেই চলে যায় ওই বন্দুকধারী দুষ্কৃতী। এগিয়ে আসার সাহসও হয়নি প্রত্যক্ষদর্শী কারোর।

আতংকিত প্রত্যক্ষদর্শীদের চিৎকারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেন্ট অ্যান্ড্রু নর্থ পুলিশ বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা খতিয়ে দেখছে, তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তবে এখনও কোনো সন্দেহভাজনের নাম আসেনি সামনে। এমনকি হত্যার উদ্দেশ্যও স্পষ্ট নয়। জাবারি জনসনের পরিবার এই মর্মান্তিক দুর্ঘটনার গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ জানিয়েছেন। সর্বসমক্ষে টিকটকারের হত্যাকান্ড উত্তেজনা ছড়িয়েছে নেট দুনিয়া। কারণ গত এক বছরের মধ্যে প্রায় একই ভাবে রাস্তায় খুন হয়েছে আরও তিনজন জ্যামাইকারই টিকটকার। তাই নির্দিষ্ট কোনো গ্যাং বা বিশেষ কারোর উদ্দেশ্য বা মদত আছে কিনা তাও দেখছে পুলিশ।

সারাংশ লাইভ স্ট্রিমিং-এ থাকা কালীন খুন, জ্যামাইকার এক বিখ্যাত টিকটকার জাবারি জনসনের। দুষ্কৃতীদের আচমকা গুলিতে মৃত্যু। আতংকিত গোটা এলাকাবাসী। ঘটনার তদন্ত করছে সেন্ট অ্যান্ড্রু নর্থ পুলিশ বিভাগ।

PREV
click me!

Recommended Stories

Iran Protests 2026: ইরানে ৩০০০ জন বিপ্লবীর মৃত্যু! খামেনেই প্রশাসনের ন্যাক্কারজনক অধ্যায়, দশকের সেরা প্রতিবাদ?
যমদেবের জ্বলন্ত কড়াই কাওয়ান ইজেন! ভয়ঙ্কর এই হ্রদের জলে ভাজা ভাজা হতে পারে মানুষ