দাঁত ফের গজাতে পারে? জাপানি বিজ্ঞানীদের আশ্চর্য আবিষ্কারে বিশ্ব জুড়ে হইচই

Published : Aug 11, 2025, 05:51 PM IST
দাঁত ফের গজাতে পারে? জাপানি বিজ্ঞানীদের আশ্চর্য আবিষ্কারে বিশ্ব জুড়ে হইচই

সংক্ষিপ্ত

এবার দাঁত পড়ে গেলে নতুন দাঁত লাগানোর দরকার নেই। জাপানি গবেষণায় তৃতীয় সেট দাঁত গজানোর ওষুধ আবিষ্কৃত হয়েছে।

শিশুকালে দাঁত পড়ে গেলে আবার গজায়। কিন্তু বড় হওয়ার পর এটি সম্ভব নয়। নির্দিষ্ট বয়সের পর দাঁত পড়ে গেলে আর গজায় না। তখন কৃত্রিম উপায়ে দাঁত লাগাতে হয়। কিন্তু জাপানি বিজ্ঞানীরা এর সমাধান খুঁজে পেয়েছেন। তারা দাঁতের বৃদ্ধিকে উদ্দীপিত করে এমন জিনের উপর ওষুধ পরীক্ষা শুরু করেছেন। এই গবেষণা জাপানের ওসাকার কিটানো হাসপাতালের ডাঃ কাটসু তাকাহাশির নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

এই গবেষণা ২০২১ সালে সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত একটি গবেষণার উপর ভিত্তি করে। সেই গবেষণায় দেখা গেছে, ইঁদুরের USAG-1 জিন কমিয়ে দিলে নতুন দাঁত গজায়। এই USAG-1 জিন দাঁতের বৃদ্ধিকে বাধা দেয় এমন একটি প্রোটিন তৈরি করে। এই প্রোটিনকে বাধা দিলে ইঁদুরের নতুন দাঁত গজায় বলে গবেষকরা দেখতে পান। এর ভিত্তিতে জাপানি বিজ্ঞানীরা মানুষের উপরও এটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

এখানে মজার ব্যাপার হলো, মানুষের তৃতীয় সেট দাঁত গজানোর ক্ষমতা আছে। সাধারণত মানুষের দুই সেট দাঁত থাকে - দুধের দাঁত এবং স্থায়ী দাঁত। কিন্তু কিছু মানুষের হাইপারডোনশিয়া নামক একটি অবস্থায় অতিরিক্ত দাঁত গজায়। এটি বিরল ঘটনা। এটি মানুষের শরীরে অতিরিক্ত দাঁতের জৈবিক কাঠামোর ইঙ্গিত দেয়।

নতুন দাঁত গজানোর জন্য জিন-লক্ষ্য চিকিৎসা ব্যবহার করা যেতে পারে। এতে লুকিয়ে থাকা দাঁতের মুকুল উদ্দীপিত হয়ে দাঁত পুনরায় গজাতে পারে বলে বিজ্ঞানীরা আশা করছেন। জাপানি গবেষণা দল এই বিষয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে।

২০৩০ সালের মধ্যে এই ওষুধ সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই গবেষণা সফল হলে দাঁতের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি কমবে। দাঁত হারানো মানুষ উপকৃত হবেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে