ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪, জারি সুনামির সতর্কতা

Published : Oct 10, 2025, 09:22 AM ISTUpdated : Oct 10, 2025, 10:21 AM IST
Earthquake in Assam

সংক্ষিপ্ত

ফিলিপিন্সের মিন্দানাওতে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির ঢেউয়ের উচ্চতা ১ মিটারের বেশি হতে পারে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়েও সতর্ক করা হয়েছে।

ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। কম্পনের জেরে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। জানা গিয়েছে, সুনামির সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটারের বেশি উঁচু হতে পারে।

এই ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্সের মিন্দানাও। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপিন্সের বাকুলিন অঞ্চলের কাছে। সুনামি সতর্কতা জারি করার পাশাপাশি কর্তৃপক্ষ সম্ভাব্য আফটারশকের বিষয় সতর্ক করেছেন। ইতিমধ্যেই সেখানে কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে ৩০ সেপ্টেম্বর ৬.৯ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপন্স। ওই ভূমিকম্পে এখনও পর্যন্ত বোগো শহরের অন্তত ১৪ জন-সহ ৬৯ জনের মৃত্যু হয়েছিল।

এবার ফের কেঁপে উঠল ফিলিপিন্স। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৪ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। মিন্দানাওতে হওয়া এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে। এই দিকে সুনামি নিয়ে সতর্কতা জারি করেছে সেখানকার প্রশাসন। এই সুনামি মারাত্মক আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এই কারণ ওই অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

প্রথম সুনামির ঢেউ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিট থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে আছড়ে পড়তে পারে। এই ঢেউ কয়েক ঘন্টা ধরে চলতে পারে বলে সতর্ক করেছে ফিলিপিন্স ইনস্টিটিউট অউ ভলকানোলজি অ্যান্ড সিসমলজি। তেমনই তারা জানিয়েছেন, সুনামির সময়ে ঢেইয়ের উচ্চতা স্বাভাবিকের তুলনায় এক মিটারের বেশি উঁচি হওয়ার সম্ভাবনা আছে।

তেমনই ফিভোলক্স জানিয়েছে, মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে জলে আঘাত হানা শক্তিশালী উপকূলীয় ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি হতে পারে। আফটার শকের বিষয়েও সতর্ক করেছে তারা। জানা গিয়েছে, এই বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে ইন্দোনেশিয়ায়। ইতিমধ্যেই সেখানকার দুটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়া প্রশাসন।

কেমন ছিল তীব্রতা? দেখে নিন ভিডিও।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন ভারতের জন্য ক্ষতিকর হতে পারে? চিন ও পাকিস্তানের লাভ
ইরানে ২ টাকার পার্লে-জি বিস্কুট মিলছে ২৩ হাজার টাকায়! পরিস্থিতি জানলে চমকে যাবেন