Viral News: পার্টি করার আনন্দে মত্ত হয়ে সাংঘাতিক অঘটন! ফুলদানির ভেতরে আটকে গেলেন যুবক

Published : Jan 10, 2024, 02:10 PM IST
viral

সংক্ষিপ্ত

আনন্দের উদযাপন করতে গিয়ে যে এমন সাংঘাতিক অঘটন ঘটে যাবে, তা আগে থেকে আন্দাজ করতে পারেননি উপস্থিত কোনও মানুষই। তেমনই একটা ঘটনা চোখে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

নতুন বছর শুরু হওয়ার উন্মাদনা সমস্ত বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। যুব তরুণদের মধ্যে পার্টি করে নতুন বছরকে উদযাপনের মধ্য দিয়ে গ্রহণ করার প্রবণতা সারা বিশ্ব জুড়েই বেশ নজরকাড়া। কিন্তু, সেই আনন্দের উদযাপন করতে গিয়ে যে এমন সাংঘাতিক অঘটন ঘটে যাবে, তা আগে থেকে আন্দাজ করতে পারেননি উপস্থিত কোনও মানুষই। তেমনই একটা ঘটনা চোখে পড়ল সোশ্যাল মিডিয়ায়। 

-
 

সম্প্রতি সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেটিতে দেখা যাচ্ছে যে, একটি ফুলদানির মধ্যে প্রায় গোটা শরীরটা নিয়ে আটকে পড়েছেন এক যুবক। পার্টি করার নেশায় মত্ত হয়ে এই অবাক করা কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন তিনি। তাঁকে ঘিরে চারিদিক থেকে জমায়েত হয়ে গেছে অনেক লোকজন। প্রত্যেকেই চেষ্টা করছেন আটকে পড়া ওই যুবককে ফুলদানির ভেতর থেকে উদ্ধার করার। 

-

আটকা পড়ে যাওয়ার ফলে বিপদগ্রস্ত যুবককে বেশ ভালোরকমই ফ্যাসাদে পড়ে যেতে দেখা গেল। শরীরের নিম্নাংশ একেবারেই নড়াচড়া করাতে না পারার দরুন তিনি ওপরের অংশ দিয়েই প্রচণ্ড কসরত করতে থাকলেন। সেখানে উপস্থিত অন্যান্য মানুষজন তাঁকে উদ্ধার করতে গেলে বেশ রেগেই যেতে দেখা গেল ওই ব্যক্তিকে। তবে, শেষমেষ তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছিল কিনা, সেকথা জানা যায়নি । 

 

 

PREV
click me!

Recommended Stories

৪০ মিনিট অপেক্ষার পরও দেখা হলো না রুশ প্রেসিডেন্টের সঙ্গে, পুতিনের ওপর চটলেন শাহবাজ শরিফ
LIVE NEWS UPDATE: বঙ্গে পারদ পতন অব্যাহত, কনকন ঠান্ডার সঙ্গে কুয়াশার দাপট