Sex with Student: ১৪ বছরের ছাত্রের সঙ্গে বিছানায় উদ্দাম যৌনতা, চাদরে মিলল ২৫ বছর বয়সি শিক্ষিকার শরীরের তরল

Published : Feb 10, 2024, 08:42 AM IST
Megan Jordan

সংক্ষিপ্ত

বিবাহিত হয়েও ১৪ বছর বয়সি ছাত্রের প্রেমে পড়লেন ২৫ বছর বয়সি শিক্ষিকা! 

হাঙ্গেরি ক্রিক মিডল স্কুলের শিক্ষিকা ছিলেন ২৫ বছর বয়সি মেগান পলিন জর্ডান। বিবাহিত থাকা সত্ত্বেও তিনি প্রেমে পড়েন স্কুলেরই এক ১৪ বছর বয়সি ছাত্রের। ধীরে ধীরে শিক্ষিকার সঙ্গে বাড়তে থাকে ছাত্রের ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতা একেবারে শরীরী মিলন পর্যন্ত এগিয়ে যায়। এবং শিক্ষিকা ক্রমেই ছাত্রের বাড়িতে যাওয়া শুরু করেন। 

-

প্রত্যেকদিন শিক্ষিকার আনাগোনা এবং ছাত্রের বিছানার অবস্থা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি পুলিশে জানান। ভার্জিনিয়ার হেনরিকো কাউন্টির এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। ছাত্রের বিছানার চাদর পরীক্ষা করে দেখা যায়, ওই শিক্ষিকা ১৪ বছর বয়সি নাবালকের সঙ্গে যৌন সংসর্গ করেছিলেন, তার শরীরী তরল মিশে আছে ছাত্রের বিছানার চাদরের সঙ্গে। মেগান পলিন জর্ডানের শারীরিক পরীক্ষা করে তাঁর শরীরের DNA-র সঙ্গে মিল পাওয়া যায়।

-

তখনই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে উদ্দাম যৌনতার কথা শিকার করে নেন বিবাহিতা শিক্ষিকা। তাঁকে আদালতে তোলা হলে বিচারপ্রক্রিয়া শেষ করে মোট ৫০ বছরের সাজার ঘোষণা করেছেন বিচারপতি। আগামি ২০ মে তারিখ থেকে সেই সাজা শুরু হওয়ার কথা রয়েছে। 
 

PREV
click me!

Recommended Stories

গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন ISI প্রধানের জেল
ডার্ক চকোলেট কি বার্ধক্য কমায়? থিওব্রোমিনের শক্তিতেই ভরসা রাখছেন বিজ্ঞানীরা