ঠাকুমার গর্ভে নাতনির জন্ম ,মেক্সিকোর হক পরিবারের এই ঘটনা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়

ঠাকুমা গর্ভে ধারণ করলেন নাতনিকে । কাকতালীয় নয়। মেক্সিকোর হক পরিবারে ঘটলো এমনই ঘটনা।

Bhaswati Mukherjee | Published : Nov 5, 2022 3:07 PM IST / Updated: Nov 05 2022, 10:54 PM IST

ঠাকুমা গর্ভে ধারণ করলেন নাতনিকে - এমন ঘটনা শুনেছেন কখনো কোথাও ? এবার এমন ঘটনাই ঘটিয়েই তাকে লাগিয়ে দিলো মেক্সিকোর হক পরিবার। হক পরিবারের পুত্র ও পুত্রবধূ হলেন জেফ ও কেমব্রিয়া। সুখী এই দম্পতি এর আগেও ছিল চারটি সন্তান। কিন্তু কেমব্রিয়া চেয়েছিলেন আরও একবার মা হতে। কিন্তু সে উপায় ছিল না তার। কারণ দু বছর আগে দুই যমজ সন্তানের জন্ম দেওয়ার পর তার গর্ভাশয়ে প্লাসেন্টা ইনক্রাটার বিকাশ পেতে শুরু করে । যা ফের সন্তান ধারণের ক্ষমতাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। এছাড়া তিনি জরুরিকালীন হিস্টেরেক্টমিও করিয়েছিলেন সেসময়। এতো কিছুর পরও কোথাও ফের মা হবার বাসনা ছাড়তে পারেননি তিনি। তবে এখন উপায় কি ? ক্যামব্রিয়া এবং জেফ অনেক আগেই তাদের ভ্রূণ সঞ্চয় করেছিলেন একবার ।এবার তারা ভাবলেন সেই ভ্রুনকেই ইমপ্লান্ট করার কথা। কোথায় ইমপ্লান্ট করলে সেটি বেশি কার্যকরী হবে সেই বাহককেও আপ্রাণ খুঁজতে থাকেন তারা। অবশেষে ,ন্যান্সি ,কেমব্রিয়ার শাশুড়ি বিষয়টিতে আগ্রহ প্রকাশ করলে কেমব্রিয়া তৎক্ষণাৎ তাকে নিয়ে যায় ডাক্তারখানায় । ডাক্তার পরীক্ষা করে দেখে বলেন যে ন্যান্সির বয়স হলেও তিনি একদম উপযোগী সন্তান ধরণের জন্য। ডাক্তারের থেকে সবুজ সংকেত পেয়েই শুরু হয় ন্যান্সির উপর ইমপ্লান্টেশন প্রক্রিয়া। এইভাবেই ন'মাস নাতনিকে বহন করার পর শনিবার ন্যান্সি জন্ম দেয় নাতনি হান্নার। ফুটফুটে এই কন্যাসন্তান আনন্দের জোয়ার এনে দিয়েছে পরিবারে।

হান্নার জন্মের পর তার মা কেমব্রিয়া এই সুখবর সবাইকে জানান ইন্সটা পোস্টের মাধ্যমে। এমনকি হান্নাকে জন্ম দেবার আবেগঘন ভিডিওটিও তিনি পোস্ট করেন ইন্সটাতে। ইন্সটার ক্যাপশনে তিনি লেখেন ' হান্না এখন চলে এসেছে আমাদের মধ্যে , বলে বোঝাতে পারবো না ঠিক কতটা আনন্দ হচ্ছে আমার।'

Latest Videos

ভ্রূণ সঞ্চয় করা হয় বিশেষত উর্বরতা চিকিত্সার জন্য। তাছাড়াও পরবর্তীকালে বাচ্ছাদের কোনো কঠিন রোগ হলেও এই ভ্রূণ থেকেই হয় তাদের চিকিৎসা।তাই তারা দাম্পত্য জীবন শুরু হবার পরই ভ্রূণ সংরক্ষণের ব্যবস্থা করে।

পাঁচ সন্তানের মা ন্যান্সি বলেন, ' আমি জানতাম যে আমার বয়স অনেক তাই হয়তো ইটা সম্ভব হবে না। কিন্তু এটাই ঘটেছে। সব কিছু কেমন স্বপ্নের মতোই লাগছে। ২০২১ সালের অক্টোবরে আমিই প্রথম এই প্রস্তাব দিই কেমব্রিয়াকে।' কিন্তু প্রস্তাব শোনার পর কেমব্রিয়ার কিরকম প্রতিক্রিয়া ছিল ? জানতে চাইলে কেমব্রিয়া বলেন ,' আমার বিষয়টি একেবারেই অস্বাভাবিক কিছু মনে হয়নি। তবে এই অভিজ্ঞতর পুরোটাই ছিল খুব শান্তিপূর্ণ ' ,অবশেষে ২ রা নভেম্বর জন্ম হয় হান্নার। টানা ৯ ঘন্টা প্রসব যন্ত্রনা পাওয়ার পর ন্যান্সি পৃথিবীতে আনেন হান্নাকে। জন্মের সময় হান্নার ওজন ছিল ৭ পাউন্ড , ১২ আউন্স। লম্বা ছিল ১৯/২ ইঞ্চি।

হান্নার জন্মদিনটিকে কেন্দ্রীয় খুব পবিত্র দিবস মনে করে। হান্না মেক্সিকান দিয়া দে লস মুয়ের্তস (ওরফে, ডেড অফ দ্য ডেড) এর দিন জন্মায় , মেক্সিকোতে এদিন পরিবারের পূর্বপুরুষদের স্মরণ করার দিন। হান্নাকে আনার ক্ষেত্রেও তার পূর্বপুরুষের হাত ভূমিকে মারাত্মক। তাই কেম্ব্রিয়ার মতে হান্নার জন্মদিনটি নিতান্তই কাকতালীয় নয়। হান্না সব দিক থেকেই আশ্চর্যজনক।

আরও পড়ুন 

রাশিয়ার কোস্ট্রোমা শহরের এক ক্যাফেতে ভয়াবহ আগুন, নিহত ১৫ , আহতের সংখ্যাও ৭

এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স তাদের প্রথম স্যাটেলাইট উত্থাপন করলো কক্ষপথে

এবার ছাঁটাই পর্ব শুরু টুইটারে , সিলিকন ভ্যালির প্রায় ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত করলো এলন মাস্ক

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP