১৬ বছরের নীচে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়। রাত বারোটা বাজতেই অস্ট্রেলিয়ায় বিশ্ব-প্রথম সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হয়ে গেল। এর ফলে লক্ষ লক্ষ শিশু ও কিশোর কিশোরীর অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস হারিয়েছে। নিষিদ্ধ অ্যাপের তালিকায় আছে TikTok, Facebook, Instagram, X, YouTube, Reddit, Kick, Twitch, Threads। বয়স ১৬-র নীচে হলে আর ব্যবহার করতে পারবেন না এই অ্যাপগুলো।