- Home
- Entertainment
- Bollywood
- Early Review: ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ধুরন্ধর, জেনে নিন কেন দেখবেন ছবিটি
Early Review: ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ধুরন্ধর, জেনে নিন কেন দেখবেন ছবিটি
২০২৫ সালের প্রতীক্ষিত স্পাই থ্রিলার 'ধুরন্ধর'-এ রণবীর সিং এক ভারতীয় গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন। 'র'-এর বাস্তব গোপন মিশন থেকে অনুপ্রাণিত এই ছবিতে পাকিস্তানের লিয়ারি উপত্যকায় এক বিপজ্জনক অভিযানের কাহিনি দেখানো হবে।

ধুরন্ধর ছবি মুক্তির মাসখানেক আগেই রণবীর সিং-এর এই ছবিটি জাতীয় স্তরে আগ্রহ তৈরি করেছে। টিজার বা ট্রেলার প্রকাশের আগেই অভিনেতার সাহসী চরিত্রের ঝলক অনলাইনে ঝড় তুলেছে। যখন জল্পনা ছড়ায় যে ছবিটি অশোক চক্র প্রাপক মেজর মোহিত শর্মার বীরত্বপূর্ণ জীবন থেকে অনুপ্রাণিত, তখন উত্তেজনা আরও বাড়ে। তবে, পরিচালক আদিত্য ধর এই সংযোগ অস্বীকার করেন।
৫ই ডিসেম্বর মুক্তির আগে অনলাইনে 'ধুরন্ধর' নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবির রিভিউ, যা ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত স্পাই থ্রিলার 'ধুরন্ধর' দিয়ে বক্স অফিস কাঁপাতে প্রস্তুত রণবীর সিং। ছবিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার এক ঠান্ডা মাথার অপারেটরের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
ছবিটি কোনও বায়োগ্রাফি না হলেও, 'র'-এর বাস্তব গোপন মিশন থেকে অনুপ্রাণিত। এর ফলে ছবির বাস্তবসম্মত হয়ে উঠেছে, যা শুরুতেই দর্শক মনে আগ্রহ তৈরি করেছে। ছবিতে উঠে আসবে পাকিস্তানের লিয়ারি উপত্যকার কাহিনি। যেখানে রণবীরের চরিত্র জঙ্গি ও অপরাধী চক্রের মোকাবিলা করে। গুপ্তচরবৃত্তি, ছদ্মবেশ এবং মানসিক কৌশল এই মিশনের মূল অংশ।
ছবিতে আর. মাধবন অভিনয় করেছেন অজিত ডোভালের মতো কৌশলী অজয় সান্যালের ভূমিকায়। অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্তও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সারা অর্জুন এবং রাকেশ বেদিও এই ছবিতে রয়েছেন। 'ধুরন্ধর' একটি দুই পর্বের সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম অধ্যায়। তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের এই ছবিটি ভারতীয় স্পাই থ্রিলারকে নতুন মাত্রা দেবে।

