চাঁদের ভবিষ্যৎ ভয়ঙ্কর, ৭ বছর পরে ২২ ডিসেম্বরই চাঁদের সঙ্গে তীব্র সংঘর্ষ গ্রহাণুর- দেখা যাবে পৃথিবী থেকে

Published : Dec 22, 2025, 03:58 PM IST

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। কিন্তু ভবিষ্যতে চাঁদের ভাগ্যে কী রয়েছে তাই নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ প্রকান্ড একটি গ্রহাণুর সঙ্গে ধাক্কা খেতে চলেছে চাঁদ। 

PREV
16
অনিশ্চিত চাঁদের ভবিষ্যৎ

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। কিন্তু ভবিষ্যতে চাঁদের ভাগ্যে কী রয়েছে তাই নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ প্রকান্ড একটি গ্রহাণুর সঙ্গে ধাক্কা খেতে চলেছে চাঁদ।

26
সাত বছর পরে

ঠিক সাত বছর পরে এমন মহাজাগতিক ঘটনা ঘটবে। তারপরই চাঁদের কী পরিণতি হবে তাই নিয়ে সংশয় দেখা দিয়েছে মহাকাশ বিজ্ঞানীদের মধ্য়ে। কারণ চাঁদের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে একটি গ্রহাণু। সেটি ধাক্কা খাবে।

36
তীব্র বিস্ফোরণ

মহাকাশ বিজ্ঞানীদের অনুমান চাঁদের সঙ্গে গ্রহাণু যদি ধাক্কা খায় তাহলে খুব বড় একটি বিস্ফোরণ হবে। যেটির ঝলকানি দেখা যাবে পৃথিবী থেকে। পৃথিবী থেকে মহাকাশের দিকে তাক করে রাখা একটি শক্তিশালী টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য় বিশ্লেষণ করেই এই তথ্য় দিয়েছেন বিজ্ঞানীরা।

46
গ্রহাণুর পরিচয়

পৃথিবী ও চাঁদের দিকে ধাবমান গ্রহাণুটির কথা প্রথম জানা গিয়েছিল ২০২৪ সালে। বিজ্ঞানীরা নাম রেখেছিলেন ২০২৪ -YR4। প্রথমে এটির আছড়ে পড়ার কথা ছিল পৃথিবীর দিকে। তিন্তু তার সম্ভবনা এখন অনেকটাই কম। ২০৩২ সালে গ্রহাণুটির সঙ্গে চাঁদের ধাক্কা লাগার কথা। এটি প্রায় ৬০ মিটার চওড়া।

56
বিস্ফোরণের তীব্রতা

গ্রহাণুটির সঙ্গে চাঁদের ধাক্কায় তীব্র বিস্ফোরণ হবে। ঘটনাটি ঘটবে ২২ ডিসেম্বর। চাঁদের সঙ্গে ধাক্কা লাগলে এটির বিস্ফোরণের মাত্রা হবে হিরোসিমা পরমাণু বিস্ফোরণের ৪০০গুণ বেশি। ৬০ লক্ষ মেট্রিক টন টিএনটি বিস্ফোরণের সমান শক্তি নির্গত হতে পারে।

66
পৃথিবীর ক্ষতি

সংঘর্ষের সময় চাঁদের যে দিক পৃথিবীর দিকে থাকবে সেই দিকের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিন থেকেই দেখা যাবে বিস্ফোরণ। পৃথিবীর কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখনও স্পষ্ট নয়। তবে পৃথিবীর কৃত্রিম উপগ্রহগুলির ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

Read more Photos on
click me!

Recommended Stories