পৃথিবী ও চাঁদের দিকে ধাবমান গ্রহাণুটির কথা প্রথম জানা গিয়েছিল ২০২৪ সালে। বিজ্ঞানীরা নাম রেখেছিলেন ২০২৪ -YR4। প্রথমে এটির আছড়ে পড়ার কথা ছিল পৃথিবীর দিকে। তিন্তু তার সম্ভবনা এখন অনেকটাই কম। ২০৩২ সালে গ্রহাণুটির সঙ্গে চাঁদের ধাক্কা লাগার কথা। এটি প্রায় ৬০ মিটার চওড়া।