ভূমিকম্পে লন্ডভন্ড মায়ানমার, জুন্টা সরকারের হিসেবে মৃত্যু ৬৯৫- দেখুন ছবিতে

শুক্রবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার ও থাইল্যান্ড। মায়ানমারের অবস্থা শোচনীয়। গত ১০ ঘণ্টায় ১৪টি আফটারশক হয়েছে।

 

Saborni Mitra | Updated : Mar 29 2025, 10:23 AM IST
110
মায়ানমারে ভূমিকম্পে

শুক্রবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার ও থাইল্যান্ড। মায়ানমারের অবস্থা শোচনীয়। গত ১০ ঘণ্টায় ১৪টি আফটারশক হয়েছে।

210
মায়ানমারে মৃত্যু

মায়ানমারে মৃত্যু ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ৭০০র বেশি মানুষের । জুন্টা সরকারের হিসেবে মৃত্যের সংখ্যা কমপক্ষে ৬৯৪।

310
ভূমিকম্পে আহত

ভূমিকম্পের জেরে আহতে হয়েছে ১৬৭৯। আহতের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

410
উদ্ধারকাজ চলছে

রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আর ১০ ঘণ্টার ১৪টি আফটারশকের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। তারই মধ্যে চলছে উদ্ধারকার। ত্রাণ পাঠিয়েছে ভারত সরকার।

510
ভারতের সাহায্য

ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রায় ১৫ টন ত্রাণসামগ্রী পাঠান হয়েছে।

610
মার্কিন সংস্থার সতর্কতা

মায়ানমারে ভূমিকম্পের তাণ্ডব পর্যবেক্ষণের পর মার্কিন সংস্থা সতর্ক করে দিয়েছে যে মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি হতে পারে।

710
ভূমিকম্পের বিস্তার

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্যাঙ্ককেও নড়িয়ে দিয়েছিল। সেখানেও প্রাচীন স্থাপত্য ভেঙে পড়ে।

810
সামনে আসছে ভয়ঙ্করতা

ভূমিকম্পের ভয়ঙ্করা ধীরে ধীরে সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরেছে ভূমিকম্পের ভয়ঙ্কর ভিডিও। ছবিও। আক্রান্তরাও তাঁদের অভিজ্ঞতার কথা বলছে।

910
ভূমিকম্পের উৎসস্থল

ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

1010
আফটারশক ভয়ঙ্কর

স্থানীয় সরকার জানিয়েছে ভূমিকম্পের থেকেও বেশি ক্ষতি হয়েছে আফটার শকে। ১৪টি আফটার শকের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos