অবাককাণ্ড অস্ট্রেলিয়ায়! মহাপ্রলয়ের সংকেত দিয়ে ১০ লক্ষ বজ্রপাত একই দিনে

অস্ট্রেলিয়ার বজ্রঝড়ের খবর দিয়েছে অস্ট্রেলিয়ার পরিবেশ বিভাগ। এই ঝড়ের সময় বিদ্যুতের আলোয় পুরো আকাশ ছিল আলোকিত। যা চমকে দিয়েছে সেখানের স্থানীয় বাসিন্দা ও বিজ্ঞানীদের।

 

প্রকৃতির বিষ্ময়! মাত্র এক দিনে অস্ত্রেলিয় ১০ লক্ষেরও বেশি বার বজ্রপাত হয়েছে। যা রীতিমত রেকর্ড তৈরি হয়েছে। সেন্ট্রাল অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড ও দক্ষিণ য়অস্ট্রেলিয়াতে পরপর বজ্রপাত হয়েছে। যাবে বিজ্ঞানীরা বজ্রঝড় বলে চিহ্নিত করেছেন। কিন্তু কেন এই বজ্রপাত- তাই নিয়ে শুরু হয়েছে পরীক্ষানীরিক্ষা।

অস্ট্রেলিয়ার বজ্রঝড়ের খবর দিয়েছে অস্ট্রেলিয়ার পরিবেশ বিভাগ। এই ঝড়ের সময় বিদ্যুতের আলোয় পুরো আকাশ ছিল আলোকিত। যা চমকে দিয়েছে সেখানের স্থানীয় বাসিন্দা ও বিজ্ঞানীদের।

Latest Videos

অস্ট্রেলিয় প্রশাসন জনিয়েছে, উলুরুতে ৭১৯০৬৮টি বজ্রপাত হয়েছে। সেখানে প্রবল ঝড়ও হয়েছে। যার প্রভাব পজ়েছে প্রায় ৮০০ কিলোমিটার জুড়ে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। সেখানে বজ্রপাত হয়েছে ৩২৮৬২৭ বার। উত্তর অস্ট্রেলিয়ায় বজ্রপাতের সংখ্যা ৯৫০০০টি।

বিশেষজ্ঞদের কথায় লক্ষ লক্ষ বার বজ্রপাত একটি বিরল ঘটনা। ওয়েদারজোন বলেছে, 'ঝড় ও বজ্রপাতের ক্রিয়াকলাপের সবথেকে উল্লেখযোগ্য স্থা ছিল মধ্য ও দক্ষিণ অস্ট্রেলিয়ার শুষ্ক এলাকা। পূর্বে তুলনামূলকভাবে বজ্রপাত অনেকটাই কম হয়েছে।' পরিবেশ বিভাগ আরও জানিয়েছে, দুটি ঝড় বয়ে গেছে অস্ট্রেলিয়ার ওপর দিয়ে। একটি মধ্য অস্ট্রেলিয়া ও অন্যটি পূর্ব অস্ট্রেলিয়া। রবিবার দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে প্রবল ঝড়ের কারণে একাধিক কনসার্ট বাতিল করা হয়েছে। হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই এলাকায় প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ খড়েরগাদায় বজ্রপাতের কারণে আগুন লেগে গেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার