Operation Sindoor Live: পাকিস্তানে হত ১৭ জঙ্গি, আহত অন্তত ৬০

Published : May 07, 2025, 04:59 AM ISTUpdated : May 07, 2025, 05:38 AM IST
Operation Sindoor Live: পাকিস্তানে হত ১৭ জঙ্গি, আহত অন্তত ৬০

সংক্ষিপ্ত

ভারতের অপারেশন সিঁদুর (Operation Sindoor) আক্রমণে পাকিস্তানে কমপক্ষে ১৭ জঙ্গি নিহত হয়েছে। প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক অপারেশন সিঁদুর আক্রমণে (Operation Sindoor) পাকিস্তানে কমপক্ষে ১৭ জঙ্গি নিহত হয়েছে। আহত অন্তত ৬০ জন। ভারতীয় সেনার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের মুরডিকে, জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) গ্রাম ভাওয়ালপুর, গুলপুর, ভীমবের, চাকামরু, কোটলি এবং সিয়ালকোটের কাছে একটি জঙ্গি ক্যাম্পে গাইডেড মিসাইল এবং রাফাল যুদ্ধবিমানের মাধ্যমে এয়ারস্ট্রাইক করা হয়।

একই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে আরও ২টি লস্কর-এ-তৈবা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ শানায় ভারতীয় বাহিনী। যাতে অন্তত ২৩ জন লস্কর জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সন্ত্রাসবাদীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছিলেন। এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করে ভারত বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন।

সেই অনুযায়ী, ৭ মে মধ্যরাতে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর শুরু করেছে। এই আক্রমণ সম্পর্কে প্রথম ঘোষণা করে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, জয় হিন্দ।

পাকিস্তান কী বলছে?

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে বলে পাকিস্তানের সেনা মুখপাত্র জানিয়েছেন। পাকিস্তানের মুরডিকে, জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) গ্রাম ভাওয়ালপুর, গুলপুর, ভীমবের, চাকামরু, কোটলি এবং সিয়ালকোটের কাছে একটি জঙ্গি ক্যাম্পে গাইডেড মিসাইল এবং রাফাল যুদ্ধবিমানের মাধ্যমে এয়ারস্ট্রাইক করা হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে আরও ২টি লস্কর-এ-তৈবা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ শানায় ভারতীয় বাহিনী। পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন।

“আহমেদপুর পূর্বে একটি শিশুর মৃত্যু এবং ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে... কোটলিতে দু'জন নিহত হয়েছে,” বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে।

“আহমেদপুরে একটি মসজিদে হামলা চালানো হয়েছে। তার পাশের একটি বাড়িতে বোমা পড়েছে... ধ্বংসস্তূপ থেকে বাবা-মা এবং একটি শিশুকে উদ্ধার করা হয়েছে।” বলে একটি পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

শেহবাজ শরিফের নিন্দা:

“ভারতের এই আক্রমণের জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে,” বলে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স-এ লিখেছেন, “ভারতের এই যুদ্ধোচিত আক্রমণের জোরাল জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে এবং যথাযথ প্রতিশোধ নেওয়া হবে।”

সমগ্র দেশ পাকিস্তান সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে আছে এবং শত্রুকে কীভাবে মোকাবেলা করতে হয় তা পাকিস্তানি বাহিনী ভালো করেই জানে বলেও তিনি উল্লেখ করেছেন। শত্রুর অশুভ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না বলেও তিনি এক্স হ্যান্ডেলে লেখেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে