
Oxford Latest Word News: সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিড স্ক্রল করতে করতে আপনি কি কারণে-অকারণে রেগে যাচ্ছেন? যদি তা-ই হয়, তবে আপনি সম্ভবত ‘রেজ বেইট-এর শিকার। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) ২০২৫ সালের জন্য এই শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে।
অভিধান প্রকাশনা সংস্থাটির মতে, গত ১২ মাসে এই শব্দটির ব্যবহার তিন গুণ বেড়েছে। অনলাইনে মানুষের মনোযোগ আকর্ষণ ও ‘এনগেজমেন্ট’ বাড়াতে যেসব কৌশল ব্যবহার করা হয়, সেগুলোকে সংজ্ঞায়িত করতেই এই শব্দটি ব্যবহৃত হচ্ছে।
অক্সফোর্ডের সংজ্ঞা অনুযায়ী, রেজ বেইট হলো এমন অনলাইন কনটেন্ট, যা ইচ্ছাকৃতভাবে মানুষকে হতাশ, উত্তেজিত বা ক্ষুব্ধ করার জন্য তৈরি করা হয়।
‘রেজ’ শব্দটির অর্থ হল প্রচণ্ড রাগ। আর ‘বেট’ শব্দটির অর্থ হল ফাঁদ বা টোপ। ইন্টারনেটে এ ধরনের বহু বিষয়বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা কোনও ব্যক্তিকে খুব রাগিয়ে দিতে পারে কিংবা বিরক্তি বোধ করাতে পারে।
এর মূল উদ্দেশ্য হলো নেতিবাচক আবেগকে পুঁজি করে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পরিচিতি বৃদ্ধি করা। তালিকায় থাকা অন্য শব্দগুলো হচ্ছে
‘অরা ফার্মিং’ (Aura farming) : নিজের ভাবমূর্তি বা ‘ইমেজ’ এমনভাবে উপস্থাপন করা, যাতে অন্যদের কাছে নিজেকে অত্যন্ত আত্মবিশ্বাসী, আকর্ষণীয় বা রহস্যময় মনে হয়।
‘বায়োহ্যাক’ (Biohack) : খাদ্যাভ্যাস, ব্যায়াম বা জীবনযাত্রায় পরিবর্তন এনে কিংবা ওষুধ ও প্রযুক্তির সহায়তায় নিজের শারীরিক বা মানসিক কর্মক্ষমতা এবং আয়ু বাড়ানোর প্রচেষ্টা করা।
অন্যান্য অভিধানের বর্ষসেরা শব্দ : এদিকে কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য ‘প্যারাসোশ্যাল’ (Parasocial) শব্দটিকে বেছে নিয়েছে। এটি এমন এক সম্পর্ককে বোঝায়, যেখানে ভক্তরা কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে একতরফা আত্মিক টান অনুভব করেন, অথচ ওই বিখ্যাত ব্যক্তি তাদের চেনেনই না। অন্যদিকে কলিন্স ডিকশনারি বেছে নিয়েছে ‘ভাইব কোডিং’ (Vibe coding)। এর অর্থ হলো নিজে প্রোগ্রামিং কোড না লিখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে বর্ণনা দিয়ে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।