Netanyahu son marriages: যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দুই দেশ। তবুও বারবার ছেলের বিয়ে পিছিয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান-ইজরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। বারে বারে মিসাইল হামলা, মুহর্মুহ বোমার শব্দে কেঁপে উঠছে মাটি। এরই মধ্যে ব্যক্তি প্রচারে চরম বিতর্কে ইজরায়েলের প্রধানমন্ত্রী।
28
আত্মপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু
জানা গিয়েছে, যুদ্ধের কারণে দুই দেশের বিপুল যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে না ভাবনা চিন্তা করে নিজের আত্মপ্রচারে ব্যস্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ছেলের বিয়ে পিছিয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।
38
ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা
গত সপ্তাহেই ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা। যুদ্ধের হাত বাঁচতে বাঙ্কারে আশ্রয় নিয়েছে বহু মানুষ। তাতে অবশ্য সেদিকে হুঁশ নেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তিনি নিজের ছেলের বিয়ে নিয়েই ব্যস্ত।
এই ইজরায়েলের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ইরান-ইজরায়েল দ্বন্ধের কারণে এই নিয়ে দুইবার নিজের ছেলের বিয়ে পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
58
কী বলছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু
জানা গিয়েছে, এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, ‘’আমার ছেলের বিয়ে দ্বিতীয়বারের জন্য পিছিয়ে দিতে হয়েছে। এই ঘটনায় আমার স্ত্রী ও হবু পুত্রবধূ অত্যন্ত কষ্ট পেয়েছেন। আমরা প্রত্যেকেই কোনও না কোনওভাবে যুদ্ধের ক্ষত বয়ে বেরাচ্ছি।''
68
নিজের স্ত্রীকে ‘নায়িকা’র সঙ্গে তুলনা
শুধু তাই নয়, একইসঙ্গে ব্রিটেনের ব্লিটজ যুদ্ধ পরিস্থিতির সঙ্গে ইজরায়েলের বর্তমান সংকটের তুলনা করেন। নিজের স্ত্রীকে ‘নায়িকা’র সঙ্গে তুলনা করেন নেতানিয়াহু। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে ইজরায়েলজুড়ে।
78
ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে যে তারা বৃহস্পতিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলিতে প্রায় ১২০টি গোলাবারুদ ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। মিসাইল কারখানা প্রায় ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছে IDF।
88
আতঙ্কে সাধারণ মানুষ
১৩ জুন 'অপারেশন রাইজিং লায়ন'-এর অধীনে ইজরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে একাধিক আক্রমণ চালানোর পর ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। ইরান প্রতিশোধমূলক হামলা চালিয়ে 'অপারেশন ট্রু প্রমিস III' শুরু করে।