Putin On Donald Trump: রাশিয়া যে কারও চাপের কাছে মাথা নত করবে না ফের তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
রাশিয়ান অয়েল। রুশ-ইউক্রেন দ্বন্ধ। একের পর এক ইস্যুতে ক্রমাগত রাশিয়াকে আক্রমণ করেই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বিরতি থেকে শুরু করে রাশিয়ার কাছ থেকে সস্তায় ভারতের তেল কেনা কোনও কিছুই আটকাতে পারছেন না ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টকে আরও কড়া বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকাকে হাড়ে-হাড়ে বুঝিয়ে দিলেন রাশিয়ার পিছনে আক্রমণ করতে আসলে তার ফল কী হতে পারে।
25
পুতিনের সাফ জবাব
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন সাফ জানিয়ে দিয়েছেন যে, অন্য কোনও দেশ বা বিদেশি শক্তির কাছে কখনই মাথা নোয়াবে না রাশিয়া। তাদের দেশের ওপর আঘাত আসলে তার পরিণতিও ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
35
রুশ তেল-শুল্ক যুদ্ধ
রাশিয়া থেকে ভারতের সস্তায় তেল কেনা থেকে শুরু করে মার্কিন শুল্ক যুদ্ধে গত একমাসেরও বেশি সময় ধরে সংবাদ শিরোনামে রয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই অতি লম্ফঝম্প তিনি যে থোড়াই কেয়ার করেন না তা ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
সূত্রের খবর, রাশিয়ার সঙ্গে এঁটে উঠতে না পেরে এবার ট্রাম্প রাশিয়ার দুটি তেল ফার্ম, রসনেফ্ট ও লুকওয়েলের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে। আমেরিকার এই নিষেধাজ্ঞাকে শত্রুতাপূর্ণ আচরণ বলেই উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে রাশিয়া-আমেরিকার সম্পর্ক মজবুত হবে না বলেই উল্লেখ করেন তিনি। আমেরিকার চাপানো নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতিতে কোনও বিশেষ প্রভাব পড়বে না এবং রাশিয়ার শক্তি ক্ষেত্রের বাণিজ্যও আগের মতোই থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুতিন।
55
ট্রাম্পের কাছে আত্মসমর্পন নয়
রুশ প্রেসিডেন্ট আরও জানান যে, রাশিয়া কখনই নিজেদের মাথা নত করবে না। কোনও ভাবেই ট্রাম্পের হুঁশিয়ারির কাছে আত্মসমর্পন করবে না তার দেশ। তেল নিয়ে আমেরিকার এই রাজনীতি শত্রুতার মনোভাবপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। তবে এখন দেখার পুতিনের হুঁশিয়ারির পর কোনদিকে গড়ায় রুশ-মার্কিন সম্পর্ক।