স্ত্রীয়ের খোঁজে উত্তাল সমুদ্রে রোজ ডুব দেন এই ব্যক্তি! প্রায় একযুগ ধরে জলের তলায় রয়েছেন স্ত্রী, কেন? জেনে নিন

বিরল ভালবাসা! প্রায় এক যুগ ধরে জলে ডুবে খুঁজছেন নিজের স্ত্রীকে, জাপানের টাকামাতসু-র ঘটনায় চোখে জল আসবে

সত্যিকারের ভালবাসা পাওয়া সত্যিই খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউই যেন কাউকে ভালবাসাতে চায় না আজকাল! ফিকে হয়ে গিয়েছে অপেক্ষা শব্দটিও। তবে এই কঠিন, পৃথিবীতে এখনও এমন কিছু ঘটনা রয়েছে যা ভালবাসার সঠিক উদাহরণ দেয়।

এমন প্রেমের নিদর্শন শুনলে সত্যিই চোখে জল চলে আসে। সালটা ছিল ২০১১ সুনামিতে তছনছ হয়ে গিয়েছিল জাপান। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুসিমা অঞ্চল। মৃত্যুর ঢল নেমে গিয়েছিল। নিখোঁজ হয়েছিল হাজার হাজার মানুষ।

Latest Videos

এদের মধ্যে অনেককে মৃত অবস্থায় পাওয়া যায়। অনেককে জীবিত আবার বহু মানুষের খোঁজ আজও মেলেনি। এই নিখোঁজ মানুষের মধ্যেই রয়েছেন টাকামাতসু নামে এক ব্যক্তির স্ত্রীয়ের নাম। আজও নিজের স্ত্রীয়ের খোঁজ চালান তিনি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি।

যদি কোনও বাবে ভালবাসার মানুষের দেহাবশেটি পাওয়া যায়, সেই চেষ্টাতে আজও নিজের স্ত্রীকে খুঁজে চলেছেন টাকা। আর এর জন্য প্রত্যেক সপ্তাহে গভীর জলে ডুবে খোঁজ করেন স্ত্রীয়ের দেহ।

আজও মানুষের মনে গেঁথে রয়েছে সুনামির সেই ভয়ঙ্কর দিনের কাহিনি। জাপানে আজও সুনামি শুনলেই লোকে ভয়ে কেঁপে ওঠে। প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন এই বিপর্যয়ে। নিখোঁজ হয়েছিলেন প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষ।

ইউকো থেকে নিখোঁজ ছিলেন টাকার স্ত্রী। আর তার পর থেকেই রোজ তিনি স্ত্রীয়ের দেহ খুঁজতে গভীর জলে ডুব দেন। টানা দশ বছর ধরে প্রতি সপ্তাহে তিনি খুঁজে চলেছেন নিজের স্ত্রীকে, তাও আবার সমূদ্রের অতলে! সত্যিই এই ভালবাসা যেন স্বপ্নের মতো।

Share this article
click me!

Latest Videos

'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results