ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ছে মাঙ্কি পক্স! করোনার পরে ফের জরুরি অবস্থা জারি করল WHO, আবার হতে পারে লক ডাউন?

করোনার পর ফের জরুরি অবস্থা জারি করল WHO! বিশ্ব জুড়ে ব্যাপক ভাবে বাড়ছে মাঙ্কি পক্স, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Anulekha Kar | Published : Aug 19, 2024 6:48 PM IST

ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স বা এসপেক্স! শেষমেশ জরুরি অবস্থা ঘোষণা করল হু। গোটা বিশ্বে হুহু করে বাড়ছে এমপেক্স রোগীর সংখ্যা। বিশেষ করে আফ্রিকাতে মারাত্মক আকার ধারণ করেছে এই রোগ। এখনও পর্যন্ত ১৪ হাজার জনের আক্রান্ত হয়েছে আফ্রিকায়। তার মধ্যে মৃত্যু হয়েছে ৫২৪ জনের। রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ৩ বছরের মধ্যে তৃতীয়বার মাঙ্কি পক্সের কারণে জরুরি অবস্তা জারি করতে হল। শেষ ২০২২ সালে ভয়হ্র আকার ধারণ করেছিল এংপেক্স। ১১৬টি দেশে এক লাখেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল। ২০০ জনেরও বেশি প্রাণ হারিয়ে ছিলেন সেই বছর।

Latest Videos

১৫ বছরের কম বয়সী মেয়েদের ও শিশুদের মধ্যেই এই রোগ বেশি সংক্রমিত হচ্ছে। কঙ্গো, বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা এবং উগান্ডা সহ আফ্রিকার অনেক দেশে এই রোগের সংক্রমণ বাড়ছে। তারমধ্যে আবার দেখা গিয়েছে এই রোগের নতুন রূপ।

হু এর তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমদিকে মাঙ্কিপক্সেরঘটনা বেশি ঘটেছে। এ প্রসঙ্গে হু এর মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম জানিয়েছেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বন্ধ করতে আন্তর্জাতিক স্তরে সকলকে

"একসঙ্গে কাজ করতে হবে। আফ্রিকান দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটা বড় সংখ্যার মানুষ এই রোগে আক্রান্ত। ফলে এই রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। লবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।"

 

Share this article
click me!

Latest Videos

বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'আমরা ভরসা হারাচ্ছি! কর্মবিরতি উঠবে না' বৈঠক শেষে কড়া বার্তা Junior Doctors-দের | RG Kar Protest |