'ভারতকে নিষেধ করছে, অথচ নিজেরা সস্তায় ইউরেনিয়াম কিনছে', ট্রাম্পকে 'ভণ্ড' বলে কটাক্ষ পুতিনের

Published : Oct 03, 2025, 03:35 PM IST

Putin Criticize Trump: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের সঙ্গে ট্রাম্পের দ্বিচারিতা নিয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।  বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ট্রাম্পকে তোপ পুতিনের

মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যাপসাইডেড ট্যারিফ (একপেশে শুল্ক) নীতি নিয়ে তীব্র সমালোচনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। তিনি স্পষ্ট ভাষায় জানান, একদিকে যখন ওয়াশিংটন ভারতকে (India) মস্কো থেকে জ্বালানি আমদানি বন্ধ করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনছে।

25
ট্রাম্পের ট্যারিফ নীতি

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় থাকাকালীন একাধিক দেশের উপর, বিশেষত চিনের উপর, বিভিন্ন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে 'আমেরিকা ফার্স্ট' (America First) নীতি অনুসরণ করেছিল। পুতিন তার মন্তব্যে সেই 'ল্যাপসাইডেড ট্যারিফ' নীতির কথাই তুলে ধরেন, যা একপক্ষের প্রতি সুবিচার করে না এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অসমতা (inequality) তৈরি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

35
ট্রাম্পের সমালোচনায় সরব পুতিন

এদিন পুতিন আরও অভিযোগ করে জানান যে, শুধুমাত্র ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে গিয়ে  ট্রাম্প ভারতের সঙ্গে অমানবিক আচরণ করছে। ভারত রাশিয়া থেকে তেল কেনায় তাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে। কিন্তু উল্টে ট্রাম্প আবার রাশিয়া থেকেই প্রচুর পরিমাণে সস্তায় ইউরেনিয়াম কিনছে। 

45
ইউরেনিয়াম সরবরাহ নিয়ে তোপ

পুতিন বলেন যে, ‘’রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী এবং ২০২৫ সালে আমেরিকার কাছে ইউরেনিয়াম বিক্রি থেকে প্রায় ১.২ বিলিয়ন ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে।'' 

55
ট্রাম্পের ভণ্ডামি নিয়ে সরব পুতিন

যুক্তরাষ্ট্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহারকারী বৃহত্তম, যদি বৃহত্তম নাও হয়, রাষ্ট্রগুলির মধ্যে একটি। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তি সুবিন্যস্ত, তাই এর জন্য প্রচুর পরিমাণে জ্বালানি প্রয়োজন। আমরা বৃহত্তম সরবরাহকারী নই, তবে রাশিয়া আমেরিকান বাজারে ইউরেনিয়ামের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী বলেও জানান পুতিন। 

Read more Photos on
click me!

Recommended Stories