'আসলে কাগুজে বাঘ নয় রাশিয়া', ট্রাম্পের মন্তব্যে পাল্টা খোঁচা ক্রেমলিনের

Published : Sep 25, 2025, 10:26 AM IST

Putin On Trump: রুশ-ইউক্রেন সঙ্ঘাত হোক কিংবা ভারতের রাশিয়া থেকে সস্তায় তেল কেনা। কোনও ইস্যুই হাতছাড়া করছেন পুতিনকে বিঁধতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পাল্টা ট্রাম্পকে আক্রমণ রাশিয়ার। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
রাশিয়াকে ফের আক্রমণ ট্রাম্পের

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর থেকেই রাশিয়া ইস্যুতে ফের ৯০ ডিগ্রি ঘুরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাশিয়াকে একের পর এক তির্যক মন্তব্য করে বিঁধেছেন তিনি। এমনকি রাশিয়াকে কাগুজে বাঘের সঙ্গেও তুলনা করেছেন ট্রাম্প। 

25
কাগুজে বাঘ বনাম ভাল্লুক!

রাশিয়াকে কাগুজে বাঘের সঙ্গে তুলনা করার পর ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে থেমে থাকেনি মস্কো। মুখ খুলেছেন ক্রেমলিনিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ট্রাম্পের মন্তব্যকে ব্যাঙ্গাত্মক করে তিনি আরও জানিয়েছেন যে, রাশিয়া কাগুজে বাঘ নয়। সেটা তো ট্রাম্প ভালো করেই জানেন। রাশিয়া হল আসলে ভাল্লুক। তিনি আরও বলেন যে, ‘’ভাল্লুক যে কাগজের হয় না সেটা ট্রাম্প ভালো করেই জানেন।''

35
রাশিয়াকে হুমকি ট্রাম্পের

১৫ অগাস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরও রুশ-ইউক্রেন দ্বন্ধের অবসান ঘটাতে পারেননি ট্রাম্প। তারপর জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করে রাশিয়ার বিরুদ্ধে ফের তোপ দাগেন তিনি। এমনকি কিছুদিন আগে যে ট্রাম্প পুতিনকে ভালো বন্ধু বলে অবহিত করেছিলেন সেই ট্রাম্পই এখন নিজ মুখে ইউক্রেনের পক্ষে সওয়াল করছেন। 

45
রাষ্ট্রসংঘে গিয়েও রাশিয়াকে তোপ

তবে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থেমে নেই ট্রাম্প। রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সম্মেলনে যাওয়া রাশিয়ার বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন তিনি। যা নিয়ে চর্চা চলছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও।  

55
ট্রাম্পের অবস্থান বদল

যদিও ট্রাম্পের এই বারে বারে অবস্থান বদল মোটেও ভালো চোখে দেখছেন না আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পেরে এবং পুতিনের সঙ্গে ঠিক এঁটে উঠতে না পেরে সোশ্যাল মিডিয়ায় রাশিয়ার পিছনে লেগেছেন ট্রাম্প।

Read more Photos on
click me!

Recommended Stories