
Putin on Jammu Kashmir terror attack: ফের রক্তাক্ত ভূস্বর্গ। ছুটিতে ঘুরতে যাওয়ার আনন্দ মুহুর্তের মধ্যে নেমে এল বিষাদে। জম্মু কাশ্মীরের পহেলগামে বেছে-বেছে পর্যটকদের উপর জঙ্গি হামলা। ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জন পর্যটকের নিহত হওয়ার খবর মিলেছে। বাড়ছে আহতের সংখ্যা।
মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই কাশ্মীরের বাইসারন এলাকায় পর্যটকদের উপর নেমে আসে জঙ্গিদের আক্রমণ। ঘটনায় মুহুর্তের মধ্যে বদলে গিয়েছে পরিবেশ। পর্যটনকেন্দ্রে গিয়ে এভাবে পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া বিশ্বজুড়ে। কাশ্মীরে জঙ্গিদের এমন বর্বোরোচিত আক্রমণের তীব্র নিন্দা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে কী বলেছেন পুতিন (Putin on Jammu Kashmir terror attack):-
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এদিন গোটা ঘটনার নিন্দা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোকবার্তা পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ''এই ঘটনার নিন্দার কোনও ভাষা নেই। পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় তীব্র সমবেদনা জানাচ্ছি। এই হামলার শিকার হয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরা। এই নৃশংস অপরাধের কোনও ক্ষমা নেই। আশা করছি, যে সংগঠনের তরফে এই হামলা চালানো হয়েছিল তারা এর যোগ্য জবাব পাবে।''
তবে পুতিন একা নয়, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার খবরে কড়া বার্তা দিয়েছেন অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা। জানা গিয়েছে, পহেলগামে জঙ্গিদের হামলার ঘটনার খবর পেয়েই আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ খোঁজ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ পরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন তিনি। এক্স হ্যান্ডলে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে কথা জানিয়েছেন। ফোনে নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ট্রাম্প।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।