Viral Pampkin: ১২ হাজার কিলোর কুমড়ো দেখে চোখ কপালে নেটিজেনদের, দেখুন সেই ভিডিও

Published : Oct 13, 2023, 05:15 PM IST
See the world s heaviest pumpkin named Michael Jordan in the viral video bsm

সংক্ষিপ্ত

আনোকা টেকনিক্যাল কলেজের হর্টিকালচার ও ল্যান্ডস্কেপ ডিজাইনএর প্রশিক্ষক ট্র্যাভিস জিজ্ঞার একটি দৈত্যাকার কুমড়োটি তৈরি করেছেন। 

শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় খাবার ছিল লুচি আর কুমড়োর ছক্কা। কুমড়ো একটি উপকারী সবজি। প্রচুর পরিমাণে ভিটামিন এ আর সি থাকে। সুস্থ থাকতে নিয়মিত কুমড়ো খেতেই পারেন। বাঙালিদের পাতে কুমড়ো প্রায় রোজ দিনই থাকে। চচ্চড়ি থেকে কোপ্তা- অনেক কিছুই হয় কুমড়ো দিয়ে। কিন্তু আপনার পরিচিত সেই কুমড়ো নিয়ে এখন রীতিমত সরগরম। কারণ এক প্রযুক্তিবিদ তৈরি করেছেন বিশালাকার এক কুমড়ো। যার ওজন ১২৪৬৯ কিলোগ্রাম। হ্যাঁ আপনি একদম ঠিকই দেখছেন। ওজন প্রায় ১২ হাজার কিলোর ওপরে।

আনোকা টেকনিক্যাল কলেজের হর্টিকালচার ও ল্যান্ডস্কেপ ডিজাইনএর প্রশিক্ষক ট্র্যাভিস জিজ্ঞার এই দৈত্যাকার কুমড়োটি তৈরি করেছেন। গত ৯ অক্টোবর বিশ্বের এই সবথেকে ভারি কুমড়ো প্রদর্শন করা হয়েছে। তিনি ক্যালিফোর্নিয়ার হাম মুন বে এর ৫০তম বিশ্ব চ্যাম্পিয়নসিপ পাম্পকিন ওয়েড অব এ বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে জিঞ্জার বিশাল কুমড়োটির নাম দিয়েছে মাইকেল জর্ডন।

এই খবর শেয়ার করার জন্য ইনস্টাগ্রামে নিয়ে গেছে। রেকর্ড-কিপিং সংস্থা লিখেছে, ৫০তম সেফওয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পাম্পকিন ওয়েজ-অফ-এ উপস্থাপিত ট্র্যাভিস জিনগার দ্বারা উত্থিত সবচেয়ে ভারী কুমড়া ২৭৪৯ পাউন্ড। একই সঙ্গে সংস্থা একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, ক্রেনে করে কুমড়োটি তুলতে হয়েছিল। প্রতিযোগিতায় জয়ী হওয়ার পরই জিঞ্জার রীতিমত উৎফুল্ল হয়ে যায়। আপনিও দেখুন-

 

 

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওটি ৭ হাজার লাইক পেয়েছে। বিশালাকার এই কুমড়ো দেখে অনেকেই উত্তেজিত। এটি হবে সবচেয়ে বড় জ্যাক-ও-লন্ঠন। অনেকেই এই দৈত্যাকার কুমড়ো কী করে জন্মালো তা জানতে চেয়েছেন। অনেকেই এই কুমড়োকে অবিশ্বাস্য বলেছেন।

 

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার