Israel- Palestine War: হামাস নিকেষে যুদ্ধের প্রস্তুতি সারা ইজরায়েলের, যুদ্ধের ৬ষ্ঠ দিনের ১০টি আপডেট

একদিকে ইজরায়েল যেমন গাজা লক্ষ্য করে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। পাল্টা হামাসদের আক্রমণ ক্রমশই বিদ্ধস্ত হয়ে পড়ছে ইজরায়েল।

 

ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধের ষষ্ঠদিন। রীতিমত বিপর্যস্ত অবস্থা দুই দেশে। একদিকে ইজরায়েল যেমন গাজা লক্ষ্য করে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। পাল্টা হামাসদের আক্রমণ ক্রমশই বিদ্ধস্ত হয়ে পড়ছে ইজরায়েল।

১। ইজরায়েল গাজা উপত্যকায় ইজরায়েলের হামলা। আরও বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল সেনা বাহিনী। হামাস বাহিনী ১৫০ জনকে আটক করেছে বলে অভিযোগ ইজরায়েলেক। ইজরায়েল জানিয়েছে ১৫০ জনকে না মুক্তি দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

Latest Videos

২। শুক্রবার ইজরায়েল সামরিক বাহিনী গাজার উত্তর থেকে ১০ লক্ষেরও বেশি মানুষকে সরে যাওয়ার আদেশ দিয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের এলাকা খালি খরার নির্দেশ দিয়েছে। এই আদেশের তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘ। মুখপাত্র স্টিফেন ডুজারিক এই আদেশকে বিধ্বংসী মানবিক পরিণতি বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন এই আদেশ বাস্তবায়িত করা অসম্ভব।

৩। ইজরায়েল আরও বলেছেন গাজা ইজরায়েলের দখলে আসার পরই গাজার অভিবাসীদের দক্ষিণ থেকে উত্তরে ফিরিয়ে আনা হবে। ইজরায়েল স্পষ্ট করে জানিয়েছে গাজা দখলই তাদের একমাত্র লক্ষ্য।

৪. ইজরায়েল জানিয়েছে, হামাস জঙ্গিরা গাজা শহরের প্রচুর টানেল তৈরি করেছে। সেগুলি রয়েছে একটি বাড়ির নিচে। ইজরায়েল হামাসদের আক্রমণ করতে তৎপর বলেও জানিয়েছে। আগামী দিনে গাজাতে ইজরায়েল যে বড় হামলা করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

৬. ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন , এবার ইজরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই সেনা বাহিনী গাজার অভিমুখে যাত্রা শুরু করেছে। গাজা আর আগের মত থাকবে না বলেও হুঁশিয়ারি গিয়েছে। বলেছেন গাজা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।

৭. রাষ্ট্রসংঘে ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদোন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, কয়েক বছর দরে রাষ্ট্রসংঘে হামাসের অস্ত্র ও তার হত্যাকারী ষড়যন্ত্রগুলিকে আড়াল করার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করা হচ্ছে। তাদের ঢাল হিসেবে নিয়োগ করা হয়েছে। হামাসের গণহত্যার পরই ইজরায়েলের শান্তি ফিরবে। সাধারণ মানুষ স্বস্তি পাবে।

৮. হামাসের এক মুখপাত্র বলেছেন, গাজার নাগরিকরা ইজরায়েলের সতর্কবার্তায় কান দিচ্ছে না। সালামা মারুফ বলেছেন যে স্থানান্তরের সতর্কতাটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।

৯। তবে টানা অবরোধের জেরে বিপর্যস্ত গাজা। খাবার , জল, ওষুধ বাড়ন্ত। বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন। ইজরায়েলের ক্রমাগত হামলার কারণে বিপর্যস্ত গাজা শহর। স্থানীয় স্কুলগুলিতে আশ্রয় নিয়েছে বহু মানুষ।

১০। রাষ্ট্রসংঘ একটি প্রতিবেদনে বলেছে প্রায় আড়াই হাজার বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ৪৪টি শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যালেস্টাইনের ওপর ইজরায়েলের এই হামলার কোনও যৌক্তিকতা নেই বলেও জানিয়েছে রাষ্ট্রসংঘ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা