জোহানেসবার্গের কাছে নির্বিচারে গুলি বন্দুকবাজের, প্রাণ গেল অন্তত ৯ জনের

Published : Dec 21, 2025, 12:21 PM ISTUpdated : Dec 21, 2025, 12:35 PM IST
 south africa mass shooting many killed bakersdal bar attack news

সংক্ষিপ্ত

Mass shooting: বিভিন্ন দেশে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষকে খুন করছে বন্দুকবাজরা। অস্ট্রেলিয়ার (Australia) পর এবার দক্ষিণ আফ্রিকাতেও (South Africa) একই ঘটনা দেখা গেল।

DID YOU KNOW ?
নেশার ঘোরে গুলি?
দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মদ বিক্রি হয়। তার ফলেই এলোপাখাড়ি গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।

South Africa mass shooting: দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলা। নির্বিচারে গুলিতে অন্তত নয় জনের। পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গের (Johannesburg) কাছে বেকের্সডাল (Bekkersdal) নামে এক অঞ্চলে এই ঘটনা ঘটেছে। যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে, তা জোহানেসবার্গ থেকে দক্ষিণ-পশ্চিমে ২৫ মাইল দূরে। চলতি মাসের মধ্যে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকায় এভাবে বন্দুকবাজের হানায় নিরীহ মানুষের প্রাণ গেল। রবিবার ঠিক কী কারণে ওই বন্দুকবাজ এভাবে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালায়। এর ফলে কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বন্দুকবাজদের শিকার হওয়া ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি।' পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মারিডিলি প্রথমে জানিয়েছিলেন, এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নয় জন প্রাণ হারিয়েছেন।

নেশার ঘোরে হামলা?

পুলিশ জানিয়েছে, যেখানে এই হামলার ঘটনা ঘটেছে, তার কাছেই একটি পানশালা রয়েছে। ওই অঞ্চলের কাছেই বড় সোনার খনি রয়েছে। ফলে খনির শ্রমিকরা নেশার ঘোরে নির্বিচারে গুলি চালিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। নয় প্রাণের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর আগে ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার (Pretoria) কাছে এক হস্টেলে ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালায় বন্দুকবাজরা। তিন বছর বয়সি এক শিশু-সহ অন্তত ১২ জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, যেখানে এই ঘটনা ঘটেছে, তার কাছেই এক জায়গায় বেআইনিভাবে মদ বিক্রি করা হয়। ফলে মদ্যপরা হামলা চালিয়েছে বলে সন্দেহ পুলিশের।

দক্ষিণ আফ্রিকায় দুষ্কৃতীদের দাপট

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে দুষ্কৃতীদের দাপট নতুন কিছু নয়। খুন, অপহরণ, ছিনতাইয়ের মতো ঘটনা নিয়মিত ঘটে। তবে বড় ধরনের হামলা হলে সক্রিয় হয় পুলিশ। রবিবার তেমনই বড় হামলার ঘটনা ঘটেছে। এই কারণে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি মাসে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজদের হামলা।
৬ ডিসেম্বর প্রিটোরিয়ার পর রবিবার জোহানেসবার্গের কাছে নির্বিচারে গুলি চালিয়ে কয়েকজনকে খুন কর বন্দুকবাজরা।
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: জোহানেসবার্গের কাছে নির্বিচারে গুলি বন্দুকবাজের, প্রাণ গেল অন্তত ৯ জনের
সরকারি উপহার নিয়ে দুর্নীতির অভিযোগ! আরও বিপাকে ইমরান খান-বুশরা বিবি, বাড়ল জেল হেফাজতের মেয়াদ