সংক্ষিপ্ত
রবিবার বিকেলে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর একটি গুরুদুয়ারে বন্দুকবাজের গুলিতে আহত হলেন দুজন। জানা গিয়েছেন, রবিবার বিকেলে স্থানীয় সময় আড়াইটে নাগাদ গুরুদ্বার স্যাক্রামেন্টো শিখ সোসাইটিতে গুলি চলে।
ফের গোলাগুলির ঘটনা ঘটল ক্যালিফোর্নিয়ায়। কিছুদিন আগে ডেস মোইনেস থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত কয়েক ঘন্টার ব্যবধানে একের পর এক গুলিবর্ষণের ঘটনা ঘটে। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছিলেন তিনজন। এবার ফেল একবার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর গুরুদুয়ারের সামনে হল গুলিবর্ষণ।
রবিবার বিকেলে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর একটি গুরুদুয়ারে বন্দুকবাজের গুলিতে আহত হলেন দুজন। জানা গিয়েছেন, রবিবার বিকেলে স্থানীয় সময় আড়াইটে নাগাদ গুরুদ্বার স্যাক্রামেন্টো শিখ সোসাইটিতে গুলি চলে। বিকেল ৩.৩০ নাগাদ পুলিশ আধিকারিকদের প্যারেড থেকে দুজনকে নিয়ে যেতে দেখা যায়। যদিও গুলি চালানোর সঙ্গে তাদের জড়িত থাকার বিষয় সম্পর্কে এখনও জানা যায়নি। ঠিক কেন দুষ্কৃতীরা গুলি চালাল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের মুখপাত্র সার্জেন্ট অমর গান্ধী জানিয়েছেন, যে মন্দির চত্বরে দুজনের মধ্যে একটি ঝামেলা শুরু হয়েছিল। পরে গুড়ি চলে। তিনি জানান, সন্দেহভাজনদের মধ্যে প্রথমজনকে আটক করা হয়েছে। তবে দ্বিতীয় ব্যক্তি পলাতক।
তিনি আরও বলেন, ‘ঘটনায় যারা জড়িত তারা সবাই একে অপরকে চেনে বলে মনে হচ্ছে। সেখানে প্রায় ১০,০০০ লোক উপস্থিত ছিলেন। সেই লড়াইয়ের সময় একজন সন্দেহভাজন অন্য সন্দেহভাজনের একজন বন্ধুকে গুলি করেছিল। গুলি করার পর দ্বিতীয় শুটার পালিয়ে যায়।’
জানা গিয়েছে, ঘটনাটি যখন ঘটে তখন নগর কার্তন শিখ প্যারেড উদযাপন হচ্ছিল। দুই ব্যক্তির মধ্যে ঝামেলা হচ্ছিল। এর মধ্যেই গুলির শব্দ শোনা যায়। ‘ব্র্যাডশ শিখ সোসাইটি’ ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছে। তারা জানান, ‘অপরাধীরা প্যারেডের অংশ ছিলেন না। প্যারেড চলার কয়েক ঘন্টা পর তারা উপস্থিত হন।’
ফেসবুকে সোসাইটির পক্ষ থেকে বলা হয়, ‘ব্র্যাডশ শিখ সোস্যাইটি অঞ্চলের হাজার হাজার সমবেতদের সঙ্গে তার প্রথম শিখ প্যারেডের আয়োজন করেছিল। কুচকাওয়াজ হয়েছিল শান্তিপূর্ণ ভাবে। এটি দুর্ভাগ্যজনক যে কিছু বিপথগামী লোক একটি সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানকে নষ্ট করার চেষ্টা করেছিল।’
আরও বলা হয়, ‘গুরুদ্বারে যখন কুচকাওয়াজ মিছিল হচ্ছিল তখন একটি গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনা ঘটে। আমরা আশা করি অপরাধীদের পূর্ণ শান্তি হবে। তারা প্যারেডের অংশ ছিল না। কয়েক ঘন্টা প্যারেড চলার পর তারা উপস্থিত হয়। এই সহিংসতার প্রদর্শন আমাদের শিখ ধর্মের বিরুদ্ধে যায়। আমরা যে কোনও অসুবিধার জন্য দুঃখিত।’
আরও পড়ুন
বিশ্ব পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছে? বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া
২৫ মার্চ 'বিশ্ব গণহত্যা দিসব' হিসেবে পালন করার আর্জি বাংলাদেশের, জানুন ৫২ বছর আগে কী হয়েছিল এই দিনে