আছড়ে পড়তে পারে চিনের রকেট, আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্পেনের বিমানবন্দর

সম্প্রতি নিয়ন্ত্রণ হারায় চিনের রকেট। চিন তাঁদের মহাকাশ স্টেশনে যে মহাকাশযান পাঠিয়েছিল আচমকাই তা নিয়ন্ত্রণহীন হইয়ে পড়ে। এরপরই আশঙ্কা তৈরি বিশ্বজুড়ে।

Web Desk - ANB | Published : Nov 4, 2022 4:45 PM IST

আচমকাই নিয়ন্ত্রণহীন চিনের মহাকাশযান। ঘটনায় উদ্বেগ গোটা বিশ্বে। ইতিমধ্যেই স্পেনের একাধিক বিমানবন্দর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে উড়ান। শুক্রবার দেশের প্রায় সবকটি বিমান বন্দরেই বন্ধ থাকল বিমান চলাচল। প্রাথমিকভাবে এই নিষেধাজ্ঞা সকাল ৯টা ৩৮ থেকে ১০টা ১৮ পর্যন্ত থাকলেও, পরবর্তীকালে তা বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হয়। যার ফলে শুক্রবার বন্ধ থাকে স্পেনের বার্সেলোনা থেকে লন্ডনগামী সমস্ত বিমান। বন্ধ রাখা হয়েছে অন্তর্দেশীয় বিমান চলাচলও। স্পেন ছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। ফ্রান্সের সমস্ত বিমান বন্দরেও জারি করা হয়েছে লাল সতর্কতা।

সম্প্রতি নিয়ন্ত্রণ হারায় চিনের রকেট। চিন তাঁদের মহাকাশ স্টেশনে যে মহাকাশযান পাঠিয়েছিল আচমকাই তা নিয়ন্ত্রণহীন হইয়ে পড়ে। এরপরই আশঙ্কা তৈরি বিশ্বজুড়ে। পৃথিবীর যে কোনও প্রান্তে আছড়ে পড়তে পারে ২০ টন ওজনের মহাকাশযানটি। ঠিক কোন সময় এই মহাকাশযানটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে যানটি।

Latest Videos

শনিবারের মধ্যেই এই মহাকাশযানটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে বলে জানানো হচ্ছে। শুক্রবার থেকেই প্রভাব বুঝতে পারবে বিশ্ববাসী। মহাকাশযানটি ঘণ্টায় ১৭ হাজার ৫০০ মাইল গতিবেগে নেমে আসতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অনুমান করা হচ্ছে স্পেনের আশপাশে কোথাও সেটি ভেঙে পড়তে পারে।

 

আরও পড়ুন - 

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে ড্রাগনের নতুন চাল, ভারত মহাসাগরে চিনের গুপ্তচর জাহাজ

পাকিস্তান-চিন অর্থনৈতিক করিডোর নিয়ে উদ্বেগে ভারত, সার্বভৌমত্বে থাকা এলাকায় নাক গলাচ্ছে দুই প্রতিবেশী দেশ?

বিরাট কোহলি ‘ভুয়ো ফিল্ডিং’ না করলে জিতে যেত বাংলাদেশই? ক্রিকেট বিশ্বকাপে নুরুল হাসানের চাঞ্চল্যকর অভিযোগ!

 

Share this article
click me!

Latest Videos

দক্ষিণ ২৪ পরগনায় ভীষণ দুর্যোগ, উপকূলবর্তী এলাকায় মাইকিং সতর্কতা | Heavy Rain in South 24 Parganas
'Literally আমাদের ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে' বিস্ফোরক চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ | R G Kar Protest
আরও এক হাসপাতালের 'দুর্নীতি কাণ্ড' ফাঁস! যা জানালেন Samik Bhattacharya | BJP Protest | Kolkata |
মহামিছিলে জনজোয়ার! 'আর্জি নয়, দাবী কর' রাজপথে জুনিয়র ডাক্তারদের জনগর্জন | RG Kar Protest Rally |
প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত! প্রতিমা তৈরির খরচ বৃদ্ধিতে চিন্তিত মৃৎশিল্পীরা | Durga Puja 2024