'ভারত-চিনের মাঝে আমরা স্যান্ডউইচ হতে চাই না' বিরাট বার্তা দিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

Published : Sep 25, 2024, 05:52 PM IST
Anura Kumara Dissanayake

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কা (Srilanka) পেয়েছে তাদের নতুন রাষ্ট্রপতিকে। আর নতুন প্রেসিডেন্ট হয়ে অনুরা কুমারা দিশানায়েকে (Anura Kumara Dissanayake) কী বলছেন?

শ্রীলঙ্কা (Srilanka) পেয়েছে তাদের নতুন রাষ্ট্রপতিকে। আর নতুন প্রেসিডেন্ট হয়ে অনুরা কুমারা দিশানায়েকে (Anura Kumara Dissanayake) কী বলছেন?

একদিকে ভারত (India), আর অন্যদিকে চিন (China)। এবার শ্রীলঙ্কা কাদের সঙ্গে কীরকম সম্পর্ক রাখতে চাইবে, তা নিয়েই চলছে জল্পনা। আর এইসব কিছুর মাঝেই এবার মুখ খুললেন তিনি। দিশানায়েকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই দুই দেশের মধ্যে তারা স্যান্ডউইচ হতে চান না। তবে দুই দেশকেই তাদের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করেছেন দিশানায়েকে।

তাঁর কথায়, “বহুমেরু ব্যবস্থার মধ্যে নানারকমের শক্তিশালী শিবির থাকে। কিন্তু আমরা কোনও ভূ-রাজনৈতিক লড়াইয়ের অংশ হতে চাই না। অর্থাৎ, আমরা স্যান্ডউইচ হতে একদমই নারাজ। বিশেষ করে, ভারত এবং চিনের মধ্যে। কারণ, দুই দেশই আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। আশা করি, ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হব আমরা।”

রবিবার, দুটি রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট (President) নির্বাচিত হন দিশানায়েকে। শেষপর্যন্ত, ৪২.৩১% ভোট পেয়ে তিনি জয়ী হন। দ্বীপরাষ্ট্রের ইতিহাসে দিশানায়েকেই প্রথম একজন বামপন্থী রাষ্ট্রপতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত কিংবা চিন দুই দেশের ঘনিষ্ঠ নেতাদেরই বাতিল করে দিয়েছে শ্রীলঙ্কার আমজনতা।

কার্যত, ধুঁকতে থাকা অর্থনীতির বেহাল দশা থেকে দেশকে টেনে তুলতে তাদের ভরসা এবার বামপন্থী দিশানায়েকের উপর। এই পরিস্থিতিতে মুখ খুলে তিনি আবারও বুঝিয়ে দিলেন যে, মানুষের রায়কে সঙ্গে নিয়েই তিনি এগোবেন।

গত সোমবার, তিনি শপথ নিয়েছেন। উল্লেখ্য, গত ২০২২ সালের আর্থিক সংকটে জেরবার হওয়ার পর, এটাই শ্রীলঙ্কার প্রথম নির্বাচন ছিল। আর সেই নির্বাচনে মানুষ বেছে নিল বামপন্থী অনুরা কুমার দিশানায়েকেকে। আর তারপরই বিরাট বার্তা দিলেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে