এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। প্রথমে হামাস, তারপর হিজবুল্লার বিরুদ্ধে লড়াই শুরু করেছে ইজরায়েল। পাল্টা ইজরায়েলেও হামলা চালাচ্ছে ইরান।
Soumya Gangully | Published : Oct 27, 2024 8:20 PM / Updated: Oct 27 2024, 09:06 PM IST
হামাস, হিজবুল্লার ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল, কিন্তু এবার পাল্টা তেল আভিভে আক্রমণ
রবিবার ইজরায়েলের তেল আভিভ শহরের জনবহুল অঞ্চলে বাস স্টপে ধাক্কা মারল ট্রাক। এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন জখম হয়েছেন।
রবিবার তেল আভিভের ঘটনা জঙ্গি হামলা বলেই সন্দেহ করছে ইজরায়েলের পুলিশ
ইজরায়েলের পুলিশের সন্দেহ, ট্রাকের চালক ইচ্ছাকৃতভাবেই বাস স্টপে ধাক্কা মেরেছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
যে ট্রাক চালক তেল আভিভে বাস স্টপে ধাক্কা মেরেছে, সে ইজরায়েলেরই নাগরিক
ইজরায়েলের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী রবিবার সকাল ১০টায় গিলট মিলিটারি বেসের কাছে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ট্রাক চালক ইজরায়েলেরই নাগরিক।
বাস স্টপে ধাক্কা মারার পরেই এক সাধারণ ব্যক্তির গুলিতে নিহত হয়েছে ট্রাক চালক
ইজরায়েলের নাগরিকদের হাতে সবসময়ই আগ্নেয়াস্ত্র থাকে। তেমনই এক ব্যক্তি বাস স্টপের কাছে ছিলেন। তিনিই গুলি করে ট্রাক চালককে হত্যা করেছেন।
হাসপাতালে চিকিৎসা চলাকালীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
ইজরায়েলের পুলিশ জানিয়েছে, তেল আভিভের ইচিলভ মেডিক্যাল সেন্টার-সহ কয়েকটি হাসপাতালে আহত ব্যক্তিদের ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অভিযুক্ত ট্রাক চালক ইজরায়েলের নাগরিক হলেও আরব, জানিয়েছে সংবাদমাধ্যম
ইজরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত ট্রাক চালক মধ্য ইজরায়েলের কালানসাউই শহরের বাসিন্দা। সে ইজরায়েলের নাগরিক হলেও, আরব।