মহাকাশে আটকে দুই বিজ্ঞানী! বড়সড় যান্ত্রিক ত্রুটি মাহাকাশ যানে, কবে পৃথিবীতে ফিরছেন দুই মাহাকাশচারী?

মহাকাশে আটকে দুই বিজ্ঞানী! বড়সড় যান্ত্রিক ত্রুটি মাহাকাশ যানে, কবে পৃথিবীতে ফিরছেন দুই মাহাকাশচারী?

Anulekha Kar | Published : Jul 28, 2024 5:55 AM IST

প্রায় ৫০ দিন পাড় হয়ে গিয়েছে। প্রথমে ১০ দিনের মিশন হওয়ার কথা ছিল। কিন্তু এখনও পৃথিবীতে ফেরার আশা নেই সুনীতাদের। বড়সড় ত্রুটি রয়েছে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে।

নাসার তরফে জানা গিয়েছে যে, গত ৬ জুন সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। কিন্তু ফেরা আর হচ্ছে না।

Latest Videos

নাসার এই দুই বিজ্ঞানী প্রায় এক মাসেরও বেশি সময় ধরে পৃথিবীর বাইরে রয়েছেন। ইঞ্জিনিয়াররা বোয়িং ক্যাপসুলের সমস্যা সমাধান না করা পর্যন্ত আইএসএস-এই থাকবেন এই দুই মহাকাশচারীরা। বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসের স্পেস ল্যাবে এক সপ্তাহ থাকার কথা ছিল। কিন্তু বোয়িংক্যাপসুলে থাকার ত্রুটির কারণে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা।

এ প্রসঙ্গে নাসার তরফে জানান হয়েছে যে এখনই ফেরার তারিখ ঘোষণা করতে প্রস্তুত নন মিশন ম্যানেজাররা। তাঁদের পৃথিবীতে ফেরানোর জন্য অনবরত চেষ্টা করা হচ্ছে।

এটি ছিল বোয়িং-এর প্রথম পরীক্ষামূলক ফ্লাইট। এই ফ্লাইটে দুটি ক্রু ছিলেন। ২০১৯ সালে একটি প্রাথমিক ডেমো নেওয়া হয়। যাতে ফাঁকাই উড়েছিল বোয়িং তবে সফ্টওয়্যারের সমস্যার কারণে এটি স্পেস স্টেশনে পৌঁছতে পারেনি। এরপর ২০২২ সালে ফের পরীক্ষা করা হয় তাতেও কিছু সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু এবার যান্ত্রিক থ্রুটির জন্য মহাকাশেই আটকে রয়েছে দুই মহাকাশচারী।

Share this article
click me!

Latest Videos

রাজ্যে বন্যা পরিস্থিতির জের, বাংলা-ঝাড়খণ্ড সীমানা সিল মমতার, মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা Suvendu-র
এ আরেকটা শাহজাহান! অপহরণের অভিযোগে কাউন্সিলরের গ্রেফতারিতে কটাক্ষ শুভেন্দুর | Suvendu Adhikari
পরনে উর্দি, অথচ পা টলোমলো! রায়গঞ্জের রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর উৎপাত | Raiganj News Today
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood