মহাকাশে আটকে দুই বিজ্ঞানী! বড়সড় যান্ত্রিক ত্রুটি মাহাকাশ যানে, কবে পৃথিবীতে ফিরছেন দুই মাহাকাশচারী?

Published : Jul 28, 2024, 11:25 AM IST
International Space Station

সংক্ষিপ্ত

মহাকাশে আটকে দুই বিজ্ঞানী! বড়সড় যান্ত্রিক ত্রুটি মাহাকাশ যানে, কবে পৃথিবীতে ফিরছেন দুই মাহাকাশচারী?

প্রায় ৫০ দিন পাড় হয়ে গিয়েছে। প্রথমে ১০ দিনের মিশন হওয়ার কথা ছিল। কিন্তু এখনও পৃথিবীতে ফেরার আশা নেই সুনীতাদের। বড়সড় ত্রুটি রয়েছে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে।

নাসার তরফে জানা গিয়েছে যে, গত ৬ জুন সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। কিন্তু ফেরা আর হচ্ছে না।

নাসার এই দুই বিজ্ঞানী প্রায় এক মাসেরও বেশি সময় ধরে পৃথিবীর বাইরে রয়েছেন। ইঞ্জিনিয়াররা বোয়িং ক্যাপসুলের সমস্যা সমাধান না করা পর্যন্ত আইএসএস-এই থাকবেন এই দুই মহাকাশচারীরা। বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসের স্পেস ল্যাবে এক সপ্তাহ থাকার কথা ছিল। কিন্তু বোয়িংক্যাপসুলে থাকার ত্রুটির কারণে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা।

এ প্রসঙ্গে নাসার তরফে জানান হয়েছে যে এখনই ফেরার তারিখ ঘোষণা করতে প্রস্তুত নন মিশন ম্যানেজাররা। তাঁদের পৃথিবীতে ফেরানোর জন্য অনবরত চেষ্টা করা হচ্ছে।

এটি ছিল বোয়িং-এর প্রথম পরীক্ষামূলক ফ্লাইট। এই ফ্লাইটে দুটি ক্রু ছিলেন। ২০১৯ সালে একটি প্রাথমিক ডেমো নেওয়া হয়। যাতে ফাঁকাই উড়েছিল বোয়িং তবে সফ্টওয়্যারের সমস্যার কারণে এটি স্পেস স্টেশনে পৌঁছতে পারেনি। এরপর ২০২২ সালে ফের পরীক্ষা করা হয় তাতেও কিছু সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু এবার যান্ত্রিক থ্রুটির জন্য মহাকাশেই আটকে রয়েছে দুই মহাকাশচারী।

PREV
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন