Venezuela News: প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ আমেরিকার! মুখ খুললেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো

Published : Jan 03, 2026, 10:19 PM IST
Venezuela News

সংক্ষিপ্ত

Venezuela News: ইতিমধ্যেই গোটা ভেনেজ়ুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর এইসবের মাঝেই এবার এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী তথা নোবেল পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদো।

Venezuela News: ভেনেজ়ুয়েলার বুকে মার্কিনি হামলা। মূলত কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে পরিচিতি ভেনেজ়ুয়েলার উপর এবার আঘাত হানল মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন (venezuela news)। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে সোজা আমেরিকাতে নিয়ে চলে গেছে ‘ডেল্টা ফোর্স’ (us attacks venezuela)। 

ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী তথা নোবেল পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদো

ইতিমধ্যেই গোটা ভেনেজ়ুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর এইসবের মাঝেই এবার এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী তথা নোবেল পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদো। তিনি বলেছেন, অবিলম্বে এডমুন্ডো গঞ্জ়ালেজ উরুতিয়াকে প্রেসিডেন্ট পদে বসানো হোক। প্রসঙ্গত, তাঁকে হারিয়েই গত ২০২৪ সালে, প্রেসিডেন্টের আসনে বসেন মাদুরো।  

এক্স হ্যান্ডলে এই কথা লিখেছেন মাচাদো। তাঁর কথায়, ‘‘মাদুরো কোনওরকম মধ্যস্থতা করতে চাননি। তাই প্রতিশ্রুতি মতোই পদক্ষেপ নিয়েছে আমেরিকা। এবার ভেনেজ়ুয়েলায় শান্তি ফিরবে। আমরাই ভেনেজ়ুয়েলায় শান্তি ফেরাব। সমস্ত রাজবন্দিদের মুক্তি দেওয়া হবে এবং নির্বাসিতরা দেশে ফিরতে পারবেন।’’

এক্ষেত্রে বলে রাখা ভালো, এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজ়ুয়েলায়। প্রতিদিন প্রায় ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় এই দেশে। ভেনেজ়ুয়েলার দাবি হল, তাদের সেই খনিজ সম্পদই এবার লুট করতে চাইছে মার্কিন প্রশাসন। 

সেইসঙ্গে, চিন এবং রাশিয়ার সঙ্গেও গত কয়েক বছরে বেশ ভালোরকমের ঘনিষ্ঠতা বেড়েছে ভেনেজ়ুয়েলার। খুব স্বাভাবিকভাবেই বিষয়টাকে ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। উল্লেখ্য, ভেনেজ়ুয়েলা সীমান্ত দিয়ে কোনও তেলের ট্যাঙ্কার যাতায়াত করতে পারবে না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। 

ভেনেজ়ুয়েলায় ঢুকে অপারেশন চালাল আমেরিকান সেনাবাহিনীর ‘ডেল্টা ফোর্স'

এমনকি, তিনি ভেনেজ়ুয়েলা সরকারকে জঙ্গি গোষ্ঠী বলেও উদ্ধৃত করেন। সেইসঙ্গে, মাদুরোকে অবৈধ শাসক বলেও দাবি করেন তিনি। এদিন মধ্যরাতেই ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাসে পরপর ৭ বার বিস্ফোরণ হয়। হামলার খবর আসে মিরান্ডা এবং আরাগুয়া থেকেও। এই প্রসঙ্গে ট্রাম্প জানান, “ভেনেজ়ুয়েলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে আমেরিকা। মাদুরোকে সস্ত্রীক বন্দি করা হয়েছে। এবার ভেনেজ়ুয়েলায় কী হবে, তা ঠিক করবে আমেরিকাই। অত্যন্ত সুরক্ষিত দুর্গ থেকে তাদের আটক করা হয়েছে। মার্কিন সেনার কয়েকজন হালকা চোট পেলেও তারা ফিরে এসেছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন।"

তবে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চিন এবং রাশিয়া। জার্মানি এবং ইতালি সহ একাধিক ইউরোপের দেশ জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দাবি অনুযায়ী, পরোক্ষভাবে মাদুরোই আসল দোষী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার দখলই লক্ষ্য, স্পষ্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করে নিয়ে যাওয়া হয়েছে, দাবি ট্রাম্পের