ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক আটক করে নিয়ে যাওয়া হয়েছে, দাবি ট্রাম্পের

Published : Jan 03, 2026, 05:26 PM IST
US Venezuela Strikes Donald Trump says Nicolas Maduro Captured

সংক্ষিপ্ত

US President Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে পর্যন্ত দাবি করছিলেন, তিনি বিভিন্ন দেশে যুদ্ধ থামাচ্ছেন। কিন্তু এবার ভেনেজুয়েলায় (Venezuela) হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র।

DID YOU KNOW ?
মার্কিন-ভেনেজুয়েলা যুদ্ধ
শনিবার হঠাৎই ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলার পর ভেনেজুয়েলা সরকারের পতন হতে পারে।

USA-Venezuela War: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Venezuelan President Nicolas Maduro) ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে (Cilia Flores) আটক করেছে আটক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে (Caracas) বিমান হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই শহরে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছে। ফলে ভেনেজুয়েলার রাজধানী বিধ্বস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও এই দেশের নেতাদের বিরুদ্ধে বড়মাপের হামলা চালিয়েছে। নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হেফাজতে নিয়ে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বাহিনী এই হামলার সঙ্গে যুক্ত।’ তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানাননি ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সকাল ১১টায় মার-আ-লাগোতে (Mar-a-Lago) সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

ভেনেজুয়েলার ভবিষ্যৎ কী?

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের (Delta Force) সদস্যরা ভেনেজুয়েলার সময় অনুযায়ী শনিবার সকালে প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে আটক করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের এক আধিকারিক এমনই জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, শনিবার ভোরবেলা থেকে সকালের মধ্যে এই হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করার পর তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে, এবার হয়তো ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত সরকার গঠন করা হবে।

প্রেসিডেন্টের আটক হওয়ার বিষয়ে কিছু বলছে না ভেনেজুয়েলা সরকার

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ (Vladimir Padrino López) প্রেসিডেন্টের আটক হওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি মার্কিন হামলার পর সারা দেশে সেনা মোতায়েন করার কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশেই সেনা মোতায়েন করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে।
শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে সস্ত্রীক প্রেসিডেন্টকে আটক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
Read more Articles on
click me!

Recommended Stories

পাকিস্তানে সংসার চালাতে জেরবার নাগরিকরা, খাওয়া-থাকার খরচ চালাতে লাটে শিক্ষা স্বাস্থ্য
কোপানোর পর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীর মৃত্যু