নীল সাপের সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা, দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিও

ইন্দোনেশিয়ায় পাওয়া গেছে নীল ও সাদা রঙের এক বিরল প্রজাতির সাপ। এর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাপটির অসাধারণ সৌন্দর্য দেখে সকলেই অবাক।

ভাইরাল নিউজ। ইন্দোনেশিয়ার লেসার সুন্দা দ্বীপপুঞ্জে হাজার হাজার প্রজাতির সাপ পাওয়া যায়। ছোট থেকে শুরু করে ২৫ ফুট লম্বা সাপও দেখা যায়। কালো, হলুদ সাপ তো ভারতে প্রচুর পাওয়া যায়। কিন্তু ইন্দোনেশিয়ায় নানা রঙের সাপ দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে নীল এবং সাদা রঙের এক সাপ তার সৌন্দর্যে সকলকে মুগ্ধ করছে।

ব্লু ইনসুলারিস পিট ভাইপার

সাপের নাম শুনলেই শরীরে একটা শিহরণ খেলে যায়। আশেপাশে সামান্য শব্দ হলেও ভয় পেয়ে উঠি। সাধারণ মানুষ সাপ থেকে দূরে থাকতেই চায়। সাপের জগতে অনেক সাপই অত্যন্ত বিষাক্ত, আবার কিছু সাপ কম বিষধর। পরিস্থিতি যাই হোক, মানুষ এই বিপদ থেকে দূরে থাকতেই চায়। এখানে ব্লু ইনসুলারিস পিট ভাইপার সাপের ভিডিও ভাইরাল হয়েছে। এটি একটি গাছের সাথে জড়িয়ে আছে। এটি ধীরে ধীরে নড়াচড়া করছে।

Latest Videos

সাপটি দেখে ব্যবহারকারীরা হতবাক

নীল রঙের এই ছোট্ট সাপটি অত্যন্ত সুন্দর। @AMAZlNGNATURE-এ শেয়ার করা ভিডিওটি দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না। অনেকে এটিকে এআই ভিত্তিক ভিডিও বলেও দাবি করেছেন। কেউ কেউ এর রঙের সাথে ঐশ্বর্যা রাইয়ের চোখের তুলনা করেছেন। অনেক নেটিজেন সাপটির দংশন খেতেও ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও এগুলো সবই মজার মন্তব্য। কেউ কেউ সাপটির নিষ্পাপ ভাবও লক্ষ্য করেছেন।

 

 

@AMAZlNGNATURE-এ শেয়ার করা ভিডিওটি দেখে অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এত সুন্দর সাপ তারা আগে কখনও দেখেননি। 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
Saline : ফেরেনি হুশ! মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন | Malda
Minakshi Mukherjee : স্যালাইন কাণ্ড নিয়ে তৃণমূল সরকারকে ধুয়ে দিলেন মীনাক্ষী, দেখুন কী বলছেন
গাড়ি আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! গাড়ির নীচ থেকে বেরলো ৬ লক্ষ টাকার গাঁজা, চাঞ্চল্য Nadia-এ
Rashifal Today : এই ৫ রাশির সাবধানতা অবলম্বন করা উচিৎ! দেখুন আজকের রাশিফল