Viral Video: টিভি দেখে শিখে মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলল ৭ বছরের মেয়ে! হাড় হিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল

Published : Nov 30, 2023, 10:38 AM IST
viral

সংক্ষিপ্ত

৭ বছরের ছোট্ট মেয়েটি কিছু ‘অন্যরকম খেলা’ খেলতে চেয়েছিল। একটি টিভি শো দেখে অনুপ্রাণিত হয়ে যে কাণ্ড সে ঘটিয়ে ফেলল, তা এক কথায় ‘মারাত্মক’!

ছোট শিশুদের খেলাধুলার ধরনের সঙ্গে বড়দের মনের খুব-একটা মিল হয় না একেবারেই। তবে, সেই খেলাধুলা যদি প্রাণহানির কারণ হয়ে যায়, তখন বড়দের সেই ব্যাপারে নাক গলানো আবশ্যক। ঠিক যেমনটা ঘটেছে চিন দেশের দুই শিশুর বিপজ্জনক খেলার ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে সেই ঘটনার মুহূর্তের সিসি টিভি ফুটেজ। 

-

খেলাধুলা তো অনেক চেনা ধরনের হয়ে থাকে। বড়রা তাঁদের ছোটবেলায় যে খেলা খেলেছিলেন, সেটাই প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত হতে থাকে ছোট শিশুদের মধ্যে। কিন্তু, চিন দেশের ৭ বছরের এই ছোট্ট মেয়েটি কিছু ‘অন্যরকম খেলা’ খেলতে চেয়েছিল। একটি টিভি শো দেখে অনুপ্রাণিত হয়ে যে কাণ্ড সে ঘটিয়ে ফেলল, তা এক কথায় ‘মারাত্মক’! 

-

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে, নিজের চেয়ে একটি আরও ছোট বাচ্চার সঙ্গে রাস্তায় খেলা করছিল ৭ বছরের মেয়েটি। আচমকা ছোট ছেলেটিকে ধরে সে কোলে তুলে নেয়। ছোট ছেলেটিকেও মোটেই ছটফট করতে দেখা যায়নি। তারপর শিশুটিকে তুলে ধরে একটি সরু কুয়োর মধ্যে ঢুকিয়ে দেয় মেয়েটি। 

-

কুয়োর মধ্যে ঢুকে যাওয়ার পরেও ছেলেটি নিজের হাত দিয়ে কুয়োর ধারগুলি ধরে থেকে নিজের পড়ে যাওয়া রোধ করার চেষ্টা করে। তখন মেয়েটি তার হাতগুলি ছাড়িয়ে দেয় এবং তাকে একেবারে গভীরের দিকে ঠেলে দেয়। এই সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড হয়েছে এলাকার সিসি টিভি ক্যামেরায়। 

-

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ছোট ছেলেটির ঠাকুমা তাকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলেন। মিনিট খানেক পরে তিনি নিজের নাতিকে সরু কুয়োর মধ্যে পড়ে থাকতে দেখতে পান। তাকে তোলার ক্ষমতা তাঁর না থাকায় এলাকার মানুষের সাহায্য প্রার্থনা করেন। প্রায় ১০ মিনিট পর ৫ মিটার গভীর ওই কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। 

-
 


আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা, নতুন করে ভূমিধসের সতর্কতা জারি
ঘূর্ণিঝড় দিতওয়া: শ্রীলঙ্কায় হাজার অসুস্থের চিকিৎসায় ভারতীয় সেনা, চলছে সেতু নির্মাণ