Viral Video: থাইল্যান্ডে হানিমুনে যাওয়ার প্ল্যান করছেন? বাথরুমে সাবধান থাকুন!

Published : Oct 28, 2023, 05:43 PM IST
lizard

সংক্ষিপ্ত

থাইল্যান্ডের একটি হোটেলের ভেতর, যেখানে কয়েকজন ভারতীয় ঠাঁই নিয়েছেন, তারই ভেতরে বাথরুমে ঢুকতে গিয়ে তাঁদের প্রায় পড়িমরি অবস্থা! কেন এরকম হল?

ধরুন আপনি দুর্দান্ত একটি ট্রিপ প্ল্যান করে বন্ধু-বান্ধব সহযোগে কোথাও আনন্দ করতে গেলেন, বা নতুন সঙ্গিনীকে নিয়েই ছুটি কাটাতে গেলেন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণক্ষেত্রে, সেখানে গিয়ে দুজনে মিলে রেডি হয়ে ঘুরতেও বেরোলেন, কিন্তু বেরিয়ে আসার পর নিজের ঘরের ভেতর মোলাকাৎ হয়ে গেল এক অবিশ্বাস্য অতিথির সঙ্গে!


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেটি পোস্ট করেছেন একজন ভারতীয়। সেখানে দেখা যাচ্ছে, থাইল্যান্ডের একটি হোটেলের ভেতর, যেখানে তাঁরা ঠাঁই নিয়েছেন, তারই ভেতরে বাথরুমে ঢুকতে গিয়ে তাঁদের প্রায় পড়িমরি অবস্থা! কেন এরকম হল?


হোটেলের বাথরুমে ঢুকতে গিয়েই ওই যুবক দেখেন বাথটবের ওপরে খোশমেজাজে বসে রয়েছে একটি বিশাল গোসাপ। সঙ্গে সঙ্গে তিনি হোটেলের কর্মীদের খবর পাঠান। তাঁরা এসে বাথরুমে ঢুকে একটি কাপড় দিয়ে প্রাণীটিকে আয়ত্ত্বে আনার চেষ্টা করেন। সম্পূর্ণ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। 
 

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

PREV
click me!

Recommended Stories

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী: ২০২৬ সাল কি খুব ভয়ঙ্কর হবে? জানা গেল অজানা তথ্য
বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের