১২ ঘণ্টা ধরে গাছ থেকে নীচের দিকে ঝুলে রইল পাইথন। খাদ্য এবং খাদকের মধ্যে এক দীর্ঘ টানাপড়েনের ছবি।
কে শিকার, আর কে শিকারি, জঙ্গলের রাজত্বে পরিস্থিতি অনুযায়ী বদলাতে থাকে অবস্থা। সেইরকমই ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে একটানা প্রায় ১২ ঘণ্টা ধরে শিকার নিয়ে কসরত করতে দেখা গেছে একটি বিরাট পাইথন সাপকে।
জঙ্গলের মধ্যে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাইথন সাপটি নিজের শিকারকে আঁকড়ে ধরে রয়েছে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী , যাঁর নাম স্টুয়ার্ট ম্যাকেঞ্জি । তিনি ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ।
খাদ্য সংগ্রহের জন্য ১২ ঘণ্টা ধরে সাপটির সংগ্রাম দেখে অবাক হয়ে গিয়েছেন ওই চিত্রগ্রাহক, ক্যাপশনে লেখা হয়েছে, " এটা একটা পাগল। স্টুর বাড়ির কাছে একটি কার্পেট পাইথন একটি গাছ থেকে ঝুলছে, সম্পূর্ণভাবে প্রসারিত হয়ে আছে এবং নিজের মুখে সে একটি পোসাম-কে ধরে আছে। সাপটা ১২ ঘন্টা ধরে পোসামটাকে নিয়ে উপর থেকে ঝুলে ছিল! পাগল!"
উল্লেখ্য, পোসাম হল একটি নেউলজাতীয় প্রাণী যা সাধারণত আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইত্যাদি বিভিন্ন দেশে পাওয়া যায়।
প্রায় ১২ ঘন্টা ধরে তাকে আঁকড়ে ধরে রাখার পর, সাপটি নিজের দাঁত, পোসামের ওজন এবং নিম্নগামী শক্তির কারণে কিছুতেই পোসামটিকে ছেড়ে দিতে পারছিল না। চিত্রগ্রাহক ম্যাকেঞ্জি একটি পুল স্কুপ ব্যবহার করে পোসামটিকে তুলে দিতে সাহায্য করার চেষ্টা করলে দেখা যায়, সাপটি আসলে ক্লান্ত হয়ে গিয়েছিল।
চিত্রগ্রাহক জানিয়েছেন, শিকারটি তোলার জন্য সাহায্য করার সঙ্গে সঙ্গে সাপটি শিকারটিকে ছেড়ে দিল। এবং তারপর পাইথনটিকে দেখে মনে হয়েছিল যেন সে হাঁফ ছেড়ে বাঁচল।