'পুতিন আদৌ আর বেঁচে আছেন কি না তা নিয়ে আমার সংশয় রয়েছে', ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির মন্তব্যে চাঞ্চল্য কূনৈতিক মহলে

ঘটনার নিন্দে করে তীব্র প্রতিক্রিয়া এসেছে রাশিয়ার তরফেও। দিমিত্রি পেসকভ ঘটনা প্রসঙ্গে বলেন,'উনি চান রাশিয়া এবং পুতিনের অস্তিত্ব মুছে যাক।'

Web Desk - ANB | Published : Jan 20, 2023 4:01 PM IST

জীবিত নেই পুতিন? সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের প্রাতরাশ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্টের মন্তব্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবিত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন জেলেনস্কি। ঘটনার নিন্দে করে তীব্র প্রতিক্রিয়া এসেছে রাশিয়ার তরফেও। দিমিত্রি পেসকভ ঘটনা প্রসঙ্গে বলেন,'উনি চান রাশিয়া এবং পুতিনের অস্তিত্ব মুছে যাক।'

শুক্রবার সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের প্রাতরাশ বৈঠকে যুদ্ধ থামানো প্রসঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, 'কার সঙ্গে আলোচনা হবে সেটাই আমার কাছে স্পষ্ট নয়। পুতিন আদৌ আর বেঁচে আছেন কি না, তা নিয়ে আমার সংশয় রয়েছে।' এই মন্তব্যের পরই ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কূটনৈতিক মহলে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,'জ়েলেনস্কির কাছে যে রাশিয়া এবং পুতিন বড় সমস্যা তা আবার স্পষ্ট হয়ে গেল। উনি চান রাশিয়া এবং পুতিনের অস্তিত্ব মুছে যাক। যত তাড়াতাড়ি উনি বুঝতে পারবেন যে, রাশিয়ার অস্তিত্ব আছে এবং থাকবে, ইউক্রেনের পক্ষে ততই মঙ্গল হবে।'

আরও পড়ুন - 

লাদাখ সীমান্তে চিনের যুদ্ধের দামামা বাজাচ্ছেন শি জিংপিং, কথা বলেন অবস্থানরত সেনার সঙ্গে

কিয়েভে বড় দুর্ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জনের মর্মান্তিক মৃত্যু, ঘটনার তদন্ত চলছে

যাত্রাশেষ! হঠাৎ করেই নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

Share this article
click me!