Alien: ভিনগ্রহীদের অস্তিত্ত্ব রয়েছে! দুটি ভিনগ্রহীর মৃতদেহ দেখালেন বিজ্ঞানীরা

নজিরবিহীন ঘটনা মেক্সিকো কংগ্রেসে। এলিয়েন আছে কি নেই - সেই জল্পনা আবারও উস্কে দিল মেক্সিকো কংগ্রেস। কারণ রাজধানী শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

নজিরবিহীন ঘটনা মেক্সিকো কংগ্রেসে। এলিয়েন আছে কি নেই - সেই জল্পনা আবারও উস্কে দিল মেক্সিকো কংগ্রেস। কারণ রাজধানী শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বহির্জাগতিক জীবনের অস্তিত্বই আলোচনার মূল বিষয়বস্তু। দ্যা ইন্ডিপেনডেন্টের রিপোর্ট অনুসারে অজ্ঞাতপরিচয় অস্বাভাবিক ঘটনার ওপর দৃষ্টি দিতেই কংগ্রেসের শুনানির সময় অনলাইভে লাইভ স্ট্রিমিং করা হয়েছে। মেক্সিকো সিটি পেরুর কুসকো থেকে উদ্ধার করা দুটি মৃতদেহ দেখান হয়। কিন্তু কী রয়েছে সেই দেহে- যা বহির্বিশ্বে প্রাণের অস্তিত্বের দাবি জানায়।

কংগ্রেসে দাবি করা হয়েছে এগুলি কোনও মানুষের দেহ নয়। ভিনগ্রহী বা এলিয়নদের দেহের অবশেষ। বহির্জাগতিক প্রাণী দুটির দেহ প্রায় ১ হাজার বছর পরনো বলেও দাবি করা হয়েছে। এগুলি জীবাশ্মের অবশিষ্টাংশ বলেও বিশ্বাস করা হয়। সাংবাদিক ও ইউফোলজিস্ট জেইম মৌসান এগুলি উপস্থাপন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের প্রথম সারির গবেষকরাও , ছিলেন আমেরিকানস ফর সেফ অ্যারোস্পেসের প্রধান রায়ান গ্রেভস, মার্কিন নৌবাহিনীর প্রাক্তন পাইলট।

Latest Videos

ইভেন্টে ইউএফও এবং অজানা অস্বাভাবিক ঘটনা প্রদর্শন করে বেশ কিছু ভিডিও দেখানো হয়েছে।

 

 

মৌসান, সান লাজারো আইনসভা প্রাসাদে বলেন, এই নমুনাগুলি তাদের স্থলজগতের বিবর্তনের অংশ নয়। এগুলি ইউএফও। দুর্ঘটনা থেকে উদ্ধার করা প্রাণীও নয়। তবে ডায়টম বা শ্যাওলা। খনি থেকে পাওয়া গিয়েছে। সেখানেই জীবাশ্ম আকারে ছিল।

 

 

মৌসান কংগ্রেসকে জানিয়েছেন দুটি মৃতদেহর ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যান্য ডিএনএ নমুনার সঙ্গে তুলনা করা হয়েছে। তবে দেখা গেছে ডিএনএ -র ৩০ শতাংশেরও বেশি অংশ অজানা। যে ধাতুর অস্তিত্ত্ব পৃথিবীতে নেই, তেমন ধাতুর সন্ধান পাওয়া গিয়েছে। এটিতে বিরল ধাতব ইমপ্লান্টের রয়েছে। যা ডিমের উপস্থিতি প্রকাশ করে।

মৌসান বলেছেন . 'মানব-বহির্ভূত প্রযুক্তি এবং অ-মানব সত্তা সম্পর্কে জনসাধারণের জানার অধিকার রয়েছে। আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যা মানবতাকে এক করে, আমাদের আলাদা করে না। এই বিশাল মহাবিশ্বে আমরা একা নই; আমাদের এই বাস্তবতাকে গ্রহণ করা উচিত'।

 

 

বিস্তারিত আসছে...

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও