নয় মাস পর পৃথিবীতে সুনীতা, জেনে নিন মাসের পর মাস মহাকাশে থাকলে শরীরে কী কী পরিবর্তন হয়

Published : Mar 19, 2025, 04:09 PM IST

নয় মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতারা। মহাকাশে মাধ্যাকর্ষণশূন্যতার কারণে নভোশ্চরদের শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা যায়, যেমন স্পেস সিকনেস, দৃষ্টি হ্রাস, এবং ক্যান্সারের ঝুঁকি।

PREV
110

ফিরল সুনীতারা

ন মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরল সুনীতারা।

210

মহাকাশে আটকা পড়েছিলেন

সুনীতা একা নন, মহাকাশে দীর্ঘদিন থাকতে হয়েছে আরও অনেককে। কেউ আটকে ছিলেন আবার বছর খানেক।

310

গুজব

এক সময় গুজব রটেছিল, মহাকাশে অসুস্থ হয়ে পড়েছেন সুনীতা। কমেছে ওজন। তবে, এই সব গুজব উড়িয়ে দিয়েছিল নাসা।

410

শরীরে পরিবর্তন

বিশেষজ্ঞের মতে, মাধ্যাকর্ষণশূন্যতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লাগে নভশ্বরদের। জেনে নিন কী কী পরিবর্তন দেখা দেয় শরীরে।

510

স্পেশ সিকনেস

মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতি শরীরের মধ্যস্থ তরল ও রক্তচাপের ওপর প্রভাব ফেলে। শরীরের তরল ওপরে বইতে থাকে। এতে মস্তিষ্কে তরল জমা হয়। মুখ ফুলে যায়। ক্রমশ রোগা হতে থাকে হাত-পা। মহাকাশে যাওয়ার পর থেকে মাথা ঘোরা, বমি ভাব দেখা দেয়।

610

দৃষ্টি হ্রাস পাওয়া

দৃষ্টি হ্রাস পাওয়ার সমস্যা হতে পারে। চোখের মণির আকার বদল হয় এবং রেটিনার গঠনে পরিবর্তন হয়।

710

বেবি ফিট

দীর্ঘদিন মাধ্যাকর্ষণে ভাসমান থাকার কারণে পা মাটিতে স্পর্শ করে না। শিশুদের মতো পা সংবেদশীল হয়ে যায়।

810

ক্যান্সারের আশঙ্কা

ক্যান্সারের আশঙ্কা দেখা দেয়। কারণ সৌর বিকিরণে সংস্পর্শ থাকতে হয় দীর্ঘদিন। পৃথিবীতে এই সৌর বিকিরণ থেকে আমাদের রক্ষা করছে বায়ু মণ্ডল। যা পৃথিবীর বাইরে না থাকায় সরাসরি সৌর বিকিরণের সংস্পর্শ আসে।

910

শরীরে পরিবর্তন

এমনই নানান পরিবর্তন দেখা দেয় নভশ্বরদের শরীরে। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকতে হয় তাঁদের।

1010

উৎসব পালন

আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে উৎসব। কারণ ন মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরল সুনীতারা।

click me!

Recommended Stories