২০ মিনিটের বেশি সময় থমকে প্রযুক্তি পরিষেবা, বিশ্বজুড়ে চ্যাটজিপিটি বিভ্রাট

Published : Sep 03, 2025, 02:36 PM IST
ChatGPT

সংক্ষিপ্ত

ChatGPT Down News:  বিশ্বজুড়ে স্তব্ধ চ্যাট জিপিটি পরিষেবা! কী হল হঠাৎ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

ChatGPT Down News: হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গেল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরিষেবা। স্তব্ধ চ্যাট জিপিটি। যারফলে প্রযুক্তির কাজের গতি হয়ে পড়ল শ্লথ। জানা গিয়েছে, বুধবার দুপুরে হঠাৎ করে জনপ্রিয় চ্যাট জিপিটি বিভ্রাটে বিশ্বজুড়ে অসুবিধার সম্মুখীন হাজার-হাজার ব্যবহারকারীররা (AI Users)। সূত্রের খবর, প্রায় ২০ মিনিট ধরে চ্যাট জিপিটির পরিষেবা ডাউন রয়েছে বলে জানিয়েছেন শত-শত ব্যবহারকারীরা। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া জুড়েও তৈরি হয়েছে শোরগোল। অনেক নেট নাগরিকই এই প্ল্যাটফর্মের ব্যবহারে অসুবিধার কথা জানিয়েছেন।

এই বিষয়ে ডাউনডিটেক্টরের মতে, গত ২০ মিনিটে শত শত ব্যবহারকারী এআই চ্যাটবটের সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছেন। সূত্রের খবর, এই বিভ্রাটের ফলে বিশ্বব্যাপী বিপুল সংখ্যক ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ভারতও রয়েছে। যেখানে ৪৩৯ জনেরও বেশি ব্যবহারকারী ডাউনডিটেক্টরে সমস্যার কথা জানিয়েছেন। যদিও ChatGPT-এর ডেভেলপার Open AI এখনও এই বিভ্রাটের বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি।

অবশ্য কিছু ব্যবহারকারী জানিয়েছেন যে, 'ChatGPT' ঠিকঠাক কাজ করছে। অন্যরা নেটওয়ার্ক ত্রুটির সম্মুখীন হচ্ছে। যারফলে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দুটোতেই সমস্যা দেখা দিয়েছে। তবে এই প্রথম নয়। এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসের ২৩ তারিখ স্পেন, আর্জেন্টিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিতে বিশ্বব্যাপী চ্যাট জিপিটির সার্ভার ডাউনের ফলে ব্যবহারকারীরা তিন ঘন্টারও বেশি সময় ধরে সমস্যায় পড়েছিলেন। প্রভাবিত হয়েছিল প্রযুক্তিগত পরিষেবা।

উল্লেখ্য, এর আগে ২৬ ডিসেম্বর, ২০২৪ সালে একই ধরণের একটি সমস্যা এআই প্রযুক্তিকে সাময়িক অচল করে দিয়েছিল।

৫ ফেব্রুয়ারি, ২০২৫- বিশ্বব্যাপী বিভ্রাটের কারণে ব্যবহারকারীরা চ্যাট জিপিটি-র পরিষেবা উপভোগ করতে পারেননি। এই বিষয়ে সেই সময় ডাউনডিটেক্টরে ২২,০০০ এরও বেশি রিপোর্ট জমা পড়েছিল।

সাম্প্রতিক বিভ্রাট:- গত ২৪ ঘন্টায় ৩ সেপ্টেম্বর, ২০২৫ চ্যাটজিপিটি প্রায় ১০ মিনিট স্থায়ী বিভ্রাটের সম্মুখীন হয়। এবং ২ সেপ্টেম্বর এবং ১ সেপ্টেম্বরেও একই ঘটনা ঘটেছিল।
 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: অষ্টম পে কমিশনের মাঝে নয়া চমক, DA বাড়ছে সরকারি কর্মীদের, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে