জাকির নায়েক এইডসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, দাবি বিজেপি নেতা অমিত মালব্যের

Published : Sep 14, 2025, 02:42 PM ISTUpdated : Sep 14, 2025, 02:51 PM IST
Zakir Naik Hospitalised In Malaysia

সংক্ষিপ্ত

Zakir Naik: ২০১৭ সালে ভারত (India) থেকে পালিয়ে গিয়ে মালয়েশিয়ায় (Malaysia) আশ্রয় নেওয়ার পর থেকে আর দেশে ফেরেননি বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। তিনি দেশে ফিরলেই গ্রেফতার হতে পারেন।

DID YOU KNOW ?
বিতর্কিত জাকির নায়েক
জাকির নায়েকের বিরুদ্ধে মৌলবাদ ও সন্ত্রাসবাদে মদত দেওয়া, অর্থপাচারের অভিযোগ রয়েছে।

Zakir Naik AIDS: পলাতক বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক কি এইডস রোগে (HIV+ AIDS) আক্রান্ত হয়ে মালয়েশিয়ার (Malaysia) হাসপাতালে ভর্তি? বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) এমনই দাবি করছেন। সোশ্যাল মিডিয়ায় জাকিরের এইচআইভি পরীক্ষার রিপোর্টও দেখা যাচ্ছে। যদিও সেই রিপোর্টের সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। জাকিরের ঘনিষ্ঠ মহল থেকে এইডসে আক্রান্ত হওয়ার খবর অস্বীকার করা হয়েছে। কিন্তু তিনি ঠিক কী রোগে আক্রান্ত হয়েছেন, কেন হাসপাতালে ভর্তি হয়েছেন, কেন হাসপাতালে চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে, সে বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষও জাকিরের বিষয়ে কোনও তথ্য দেয়নি। এই বিতর্কিত ধর্মপ্রচারক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের(Kuala Lumpur) কাছে পেটালিং জায়া (Petaling Jaya) অঞ্চলে বেসরকারি হাসপাতাল সানওয়ে মেডিক্যাল সেন্টারে (Sunway Medical Centre) ভর্তি।

এই হাসপাতালেই কেন ভর্তি জাকির?

মালয়েশিয়ার যে হাসপাতালে ভর্তি জাকির, সেখানে অতীতে অনেক বিখ্যাত ব্যক্তির চিকিৎসা হয়েছে। এই হাসপাতালে সংক্রমণজনিত বিভিন্ন রোগ, ক্যান্সার, হৃদরোগ, এইচআইভি, মেটাবলিক ডিজঅর্ডারের মতো রোগের চিকিৎসা হয়। সাধারণত প্রভাবশালী ব্যক্তিরাই এই হাসপাতালে ভর্তি হন। সেখানে জাকির ভর্তি হওয়ায় তাঁর রোগ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত জাকির। তবে জাকির সত্যিই এইডসে আক্রান্ত কি না, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, জাকিরের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক প্রভাবের কথা মাথায় রেখেই তাঁর রোগের বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

 

 

দীর্ঘদিন ধরে পলাতক জাকির

ভারতে জাকিরের বিরুদ্ধে অর্থপাচার (Money Laundering), মৌলবাদ (Religious Extremism) ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারি এড়াতে তিনি ২০১৭ সালে দেশ ছেড়ে মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় নেন। তারপর থেকে তিনি সে দেশেই আছেন। ভারতে ফিরলেই গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কায় দেশে ফিরছেন না এই বিতর্কিত ব্যক্তি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৭
২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় থাকছেন জাকির নায়েক
বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে