সবচেয়ে মূল্যবান রাসেলই! আইপিএল ২০১৯-এর সম্পূর্ণ পুরস্কার তালিকা

  • আরও এক উত্তেজক আইপিএল মরসুম শেষ হল
  • দারুণ প্রতিযোগিতামূলক ছিল এই মরসুম
  • শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স
  • সবচেয়ে মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হলেন রাসেল

 

আট সপ্তাহ ধরে আট দলের ধুন্ধুমার লড়াই। অবশেষে রবিবার (১২ মে) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শেষ হল আইপিএল ২০১৯। চেন্নাই সুপার কিংস-কে রূদ্ধশ্বাস ফাইনালে পরাজিত করে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স।

ফাইনালের এই লড়াইয়ের মধ্য দিয়েই এইবারের টুর্নামেন্টের প্রতিযোগিতার তীব্রতাটা উপলব্ধি করা গিয়েছে। এইবারই প্রথমবার আরসিবি দুই অঙ্কের পয়েন্ট পেয়েও লিগ টেবিলে সবার নিচে শেষ করেছে।

Latest Videos

আবার ফাইনালের পর পুরস্কার তালিকাতে দেখা গেল আরও এক ব্যতিক্রমী ঘটা, কেকেআর প্লেঅফে খেলার সুযোগ করতে না পারলেও টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন নাইট সদস্য আন্দ্রে রাসেল। সেইসঙ্গে পুরস্কার প্রাপকদের মধ্যে রইলেন আরও এক নাইট। এছাড়া চ্যাম্পিয়ন এমআই দলের তিনজন রয়েছেন এই তালিকায়। চেন্নাই সুপার কিংস দলের আছেন একজনই।

এক নজরে দেখে নেওয়া যাক এই মরসুমের আইপিএলএর সকল পুরস্কার প্রাপকদের -

অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান) - ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) - ১২ ম্যাচে ৬৯২ রান

পার্পল ক্যাপ (সর্বাধিক উইকেট) - ইমরান তাহির (চেন্নাই সুপার কিংস) - ১৭ ম্যাচে ২৬ উইকেট

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার - আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স) - ৫১০ রান এবং ১১ উইকেট

এমার্জিং প্লেয়ার অব দ্য সিজন - শুভমান গিল (কলকাতা নাইট রাইডার্স) - ১৩ ম্যাচে ২৯৬ রান

এফবিবি স্টাইলিশ প্লেয়ার অফ সিজন - কেএল রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব) - ১৪ ম্যাচে ৫২৩ রান

ড্রিম ইলেভেন গেম চেঞ্জার অব দ্য সিজন - রাহুল চাহার (মুম্বই ইন্ডিয়ান্স) - ১২ ম্যাচে ১২ উইকেট

ভিভো পারফেক্ট ক্যাচ অব দ্য সিজন - কিয়েরন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স) - সুরেশ রায়নার ক্যাচের জন্য

হটস্টার ফাস্টেস্ট ফিফটি - হার্দিক পাণ্ডিয়া (মুম্বই ইন্ডিয়ান্স) - ১৭ বলে, কেকেআর-এর বিপক্ষে

হ্যারিয়ার সুপার স্ট্রাইকার অব দ্য সিজন - আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স), স্ট্রাইক রেট ২০৫

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড - সানরাইজার্স হায়দরাবাদ

পিচ অ্যান্ড গ্রাউন্ড ট্রফি - পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (মোহালি) এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম)

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today